December 23, 2024

কালিয়াগঞ্জে অনুষ্ঠিত উত্তর দিনাজপুর জেলা বই মেলায় রেকর্ড বই বিক্রি,প্রকাশকদের বইযের ভান্ডার শেষ-

1 min read

কালিয়াগঞ্জে অনুষ্ঠিত উত্তর দিনাজপুর জেলা বই মেলায় রেকর্ড বই বিক্রি,প্রকাশকদের বইযের ভান্ডার শেষ-

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে অনুষ্ঠিত উত্তর দিনাজপুর জেলা বই মেলায় ২৫ লক্ষাধিক টাকার বই বিক্রি হয়েছে।যা বিগত দিনের বই মেলায় বই বিক্রির রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।গত শনিবার বই মেলায় জেলা বই মেলার স্যুভেনির উদ্বোধনী মঞ্চে কালিয়াগঞ্জের বই মেলার কর্নধার তথা পৌরপিতা কার্তিক চন্দ্র পাল বলেন আমরা বই মেলা শুরু হবার আগে

মিটিংয়ে বলেছিলাম কালিয়াগঞ্জের উত্তর দিনাজপুর জেলা বই মেলাকে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মেলায় পরিণত করে দেখবো।আমরা সবার সহ যোগীতায় তা অক্ষরে অক্ষরে পালন করেছি।শুধু বই বিক্রিই নয় মেলা প্রাঙ্গণ যে ভাবে সাজানো হয়েছে তা প্রতিটি বই মেলার আগত দর্শকদের মন কেড়ে নিয়েছে বলে কার্তিক বাবু জানান।

তিনি বলেন বই মেলায় প্রতিদিন যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার,নাটক,কুইজ,অঙ্কন প্রতিযোগিতা এবং শনিবার বহিরাগত লোকশিল্পী সহজ মা(খেপা খেপির)যে লোকসঙ্গীতের অনুষ্ঠান হয়েছে তা এক কথায় উন্নতমানের।সবাই অনেক রাত ধরে তার অনুষ্ঠান শুনে মুগ্ধ হয়েছেন।তিনি বলেন সার্বিক ভাবেই

উত্তর দিনাজপুর বই মেলা সম্পূর্ণভাবে সাফল্য অর্জন করেছে।জেলা বই মেলার অপর কর্নধার কেয়া চৌধরী বলেন এত সুন্দর একটি বই মেলা কালিয়াগঞ্জ উপহার দেবে তা এক কথায় অভিনন্দন যোগ্য।বই মেলার সমস্ত দায়িত্ব প্রাপ্ত কমিটির সদস্যদের তিনি অভিনন্দন জানান।কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ বলেন

এত সুন্দর বই মেলা অনেক বড় বড় শহরেও দেখা যায়না।যা কালিয়াগঞ্জ করে দেখাতে পেরেছে।তিনি বই মেলার কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান।জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ বলেন আন্তরিকতা নিয়ে সবাই কাজ করলে তবেই এই ধরনের বই মেলা উপহার দেওয়া যায়।তিনি বই মেলার সমস্ত কর্তা ব্যক্তিদের অভিনন্দন জানান।বঙ্গরত্ন ডঃ মমতা কুন্ডু বলেন কালিযাগঞ্জের বই মেলায় রেকর্ড পরিমান বই বিক্রি হওয়ায় তিনি গর্ববোধ করেন বলে জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *