December 23, 2024

কালিয়াগঞ্জ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে

1 min read

কালিয়াগঞ্জ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে

তনময় চক্রবর্তী  আগামী 3 তারিখ দুপুর দুটোর সময় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করবেন কালিয়াগঞ্জ এর কলেজ ময়দানে।আজ কালিয়াগঞ্জ কলেজ ময়দান পরিদর্শন করতে এসে একথা জানালেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল। তিনি বলেন কালিয়াগঞ্জে উন্নয়নমূলক কাজ করাই হল তৃণমূল কংগ্রেসের আসল লক্ষ্য।তাই সেই প্রতিশ্রুতি কে প্রাধান্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে বেশ কিছু প্রকল্পের ঘোষণা হতে পারে সেদিন।

কানাইলাল আগরওয়াল বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তারা আশা করেন যেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল কে আরো উন্নত মানের হাসপাতালে  পরিণত করে। সেই ব্যাপারটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তারা পুনরায় তুলে ধরবেন সেদিন।কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল জয়ী হবার পড় মূখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন কালিয়াগঞ্জে আসবেন।সেই মতাবেক জেলা প্রশাসনিক রিভিউ মিটিং করতে আসছেন    কালিয়াগঞ্জ শহরে কলেজ মাঠে। সেই মতাবেক প্রশাসনিক স্তর থেকে তৃণমূল মহলে এখন ব্যস্ততা চূড়ান্ত পর্যায়।

সেই মতাবেক আজ  কলেজ মাঠ পরিদর্শনে এলেন রাজ্যের শ্রম দপ্তরের  প্রতিমন্ত্রী গোলাম রব্বানী,কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহ তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি গৌতম পাল ,উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল,

রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি গৌতম পাল, জেলা পরিষদের কমেন্ট অসীম ঘোষ, তৃণমূল নেতা মোশাররফ হোসেন, কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল এবং কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই বৈশ্য থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *