December 23, 2024

১১ দিন নাম সংকীর্তন শেষে কালিয়াগঞ্জ নাট মন্দিরে বৃহস্পতিবার প্রসাদ নিতে হাজার হাজার মানুষের যেন ঢল নেমেছে

1 min read

১১ দিন নাম সংকীর্তন শেষে কালিয়াগঞ্জ নাট মন্দিরে বৃহস্পতিবার প্রসাদ নিতে হাজার হাজার মানুষের যেন ঢল নেমেছে

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–উত্তরবঙ্গের ঐ তিহ্যবাহী নাম সংকীর্তন প্রতিষ্ঠান কালিয়াগঞ্জ ৬৪প্রহর নামযজ্ঞ কমিটির উদ্যোগে ১১দিন ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানের সমাপ্তি হয় বৃহস্পতিবার ভোরে।দুপুরে মহা প্রসাদ বিতরণ শুরু হলে হাজার হাজার ভক্তপ্রাণা মানুষের যেন নাট মন্দির চত্বরে ঢল নামে।পাতপেরে প্রত্যেককে মহা প্রসাদ দেবার ব্যবস্থা থাকায় প্রসাদ পেয়ে সবাই খুশি।

কালিয়াগঞ্জ নাট মন্দির কমিটির সম্পাদক দুলাল কুন্ডু বলেন আমরা মহা নাম সনকীর্তন সাধারণ মানুষের সহযোগিতায় করে আসছি।সাধারণ।মানুষ যে ভাবে আমাদের সাহায্য করে আসছে তাতে আমরা অভিভূত।তিনি সবাইকে অভিনন্দন জানান সার্বিকভাবে সহযোগিতা করবার জন্য।

নাট মন্দির কমিটির অপর কর্নধার সুনীল সাহা বলেন কালিয়াগঞ্জের মানুষ যে ভাবে ১১ দিন ধরে আমাদের অনুষ্ঠানকে

সাফল্যমন্ডিত করবার জন্য সহযোগিতা করেছেন তার জন্য তিনি অভিনন্দন জানান কালিয়াগঞ্জের সর্বস্তরের জনসাধারণকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *