রাজ্যে প্রজ্বলনের নাটক তৃতীয়-
1 min readরাজ্যে প্রজ্বলনের নাটক তৃতীয়
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)--২০১৯-২০২০ ছাত্র-যুব উৎসবে পৌরস্তরে সফল অভিনয়ের পর “প্রজ্জ্বলন নাট্য গ্রুপ” জেলাস্তরে ১০টি নাটকের দলের মধ্যে থেকে প্রথম স্থান ছিনিয়ে নিতে সক্ষম হয়….অবশেষে প্রজ্জ্বলন পৌঁছে যায় রাজ্যস্তরে তাদের নাটক “
ভালো লাগলে লাইক করবেন ” নিয়ে।এবারে ফেব্রুয়ারি মাসে অনুস্থিত১১তারিখ থেকে ১৩ তারিখ অবধি যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয়….সেখানে ২৮ টি নাটকের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে নেয় প্রজ্জ্বলন…. এছাড়া রাজ্যস্তরের ছাত্র যুব উৎসবে সেরা অভিনেত্রী হয় প্রজ্জ্বলন নাট্য
গ্রুপের কেয়া দাস।২৩ বছর পর উওর দিনাজপুর নাটকে আবার রাজ্যে স্থান অধিকার করে। পরপর পাঁচ বার এই নিয়ে প্রজ্জ্বলন রাজ্য স্তরে তাদের নাটক পরিবেশন করে।দলের ডিরেক্টর সংগ্রাম দও এর আগে সেরা অভিনেতা,সেরা পরিচালক, সেরা শিশু শিল্পী, সেরা স্কিপ্ট রাইটার,
সেরা নাট্যকার হিসাবে পুরস্কৃত হলেও দল এর আগে কোনো পজিশন পাইনি , তাই পঞ্চম বারে তৃতীয় স্থান পেয়ে জেলাকে পুনরায় এগিয়ে নিয়ে যেতে পেরে আপ্লুত প্রজ্জ্বলন।।