কলকাতায় দেহ সৌষ্ঠবে দ্বিতীয় কালিয়াগঞ্জের বাপি দাস
1 min readকলকাতায় দেহ সৌষ্ঠবে দ্বিতীয় কালিয়াগঞ্জের বাপি দাস
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–কলকাতায় পুলিশ ক্লাসিক বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে কালিয়াগঞ্জে বাপি দাস দ্বিতীয় স্থান দখল করলো।গত ১১ই ফেব্রুয়ারী কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত কলকাতা পুলিশ ক্লাসিক বডি বিল্ডিং চ্যাম্পিয়ানশিপ প্ৰর্তিযোগীতায় কলকাতা পুলিশের মোট ১৬ জন পুলিশ কর্মী যোগ দেয়। প্রথম স্থান দখল করে কলকাতা পুলিশের কনস্টেবল সজল সেনগুপ্ত।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের চিড়াইল পাড়ার বাসিন্দা বাপি দাস ২০১০ সালে কলকাতা পুলিশের কনস্টেবল পদে যোগ দেন।বাপি দাস ২০১৬ সালে কলকাতা পুলিশের সিনিয়র কনস্টেবল ভুট্টো খানের কাছে বডি বিল্ডিংয়ের প্রশিক্ষণ নেন।
বাপি দাস ২০১৮ সালে কলকাতা পুলিশক্লাসিক বডি বিল্ডিং চাম্পিয়নশীপে তৃতীয় স্থান দখল করেছিল।তৃতীয় স্থান দখল করার পর থেকেই তার মাথায় জেদ
চেপে বসে।কাজের ফাঁকেই বাপি অনুশীলনে জোর দেন।এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকগন।বাপি দাসের। পরিবার সূত্রে জানা যায় সে চাকরি পাবার আগে থেকেই শরীর চর্চা করতেন।বাপি দাস বলেন এবার সামনে তার লক্ষ আগামী ২২শে মার্চ রাজ্য বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা।