কালিয়াগঞ্জ এর বিজেপি নেতা রূপক রায়ের অন্যায় মূলক কাজ বিজেপি দল কোনোভাবেই মেনে নেবে না বললেন জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।
1 min readকালিয়াগঞ্জ এর বিজেপি নেতা রূপক রায়ের অন্যায় মূলক কাজ বিজেপি দল কোনোভাবেই মেনে নেবে না বললেন জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।
তন্ময় চক্রবর্তী কালিয়াগঞ্জ এর বিজেপি নেতা রূপক রায় যেভাবে গত বিধানসভা নির্বাচনে সময় দলের বিরুদ্ধে গিয়ে দলের সম্বন্ধে নানান ধরনের অপপ্রচার করেছেন তা কোনোভাবেই মেনে নিবে না বিজেপি দল । দল এই ধরনের কাজকে সব সময় নিন্দা জানায়। তাই রূপক রায়ের বিরুদ্ধে শোকজের সিদ্ধান্ত নিয়েছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি।
আজ এক সাক্ষাৎকারে একথা বললেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বিশ্বজিত লাহিড়ী। তিনি বলেন রূপক বাবু যে অন্যায় কাজ করেছে বিধানসভা নির্বাচনের সময় তার কোন ক্ষমা নেই। উল্লেখ থাকে যে বিধানসভা র উপ নির্বাচনের সময় থেকে দল বিরোধী বিভিন্ন কার্যকলাপের সাথে রূপক বাবু নাকি যুক্ত হয়ে গিয়েছেন বলে বিজেপি সূত্রে খবর। শুধু তাই নয় রূপক বাবুর বিরুদ্ধে অভিযোগ তিনি দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন রকম দুর্নীতির কাজের সাথে ও নাকি ইতিমধ্যে জড়িত হয়ে পড়েছেন সেটা বিজেপির কাছে খবর রয়েছে।শুধু তাই নয় রূপক বাবুর বিরুদ্ধে আরো অভিযোগ তিনি নাকি বিজেপি দলে থেকে গোপনে গোপনে শাসক তৃণমূল দলের অনেক নেতাদের সঙ্গে তিনি গোপন আঁতাত বজায় রেখে চলছেন।