চোপড়ার চন্দনি ডাঙ্গা গ্রামে চলছে হরি নাম কীর্তন।
1 min readচোপড়ার চন্দনি ডাঙ্গা গ্রামে চলছে হরি নাম কীর্তন।
জয়দেব গোপ,চোপড়া,১০ফেব্রুয়ারি:- চোপড়ার মাঝিয়ালী অঞ্চলের চন্দনি ডাঙ্গা গ্রামে মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে চলছে ২৪প্রহর ব্যাপী অখন্ড হরি নাম কীর্তন। রবিবার সকালে শুরু হয়েছে
এই নাম কীর্তন,বুধবার বিকেলে থেকে শুরু হয়েছে খিচুড়ি প্রাসাদ বিতরণ। এবারে তাদের ১৮ তম বর্ষ। এই নাম কীর্তন শেষ হবে মঙ্গলবার সকালে।