সি এ এ ও নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে কালিয়াগঞ্জে শহর তৃণমূল কংগ্রেসের মানব বন্ধন
1 min readসি এ এ ও নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে কালিয়াগঞ্জে শহর তৃণমূল কংগ্রেসের মানব বন্ধন
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)– সি এ এ ও নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিরোধে বুধবার কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালিয়াগঞ্জ শহরের
এন এস রোডের বিবেকানন্দ মোড় থেকে কালিয়াগঞ্জ স্টেশন বাজার পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন কর্মসূচিতে সামিল হয়েছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ,
কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল,উপ-পৌর পিতা বসন্ত রায়,বিশিষ্ট সমাজসেবী ঈশ্বর রজক,গৌতম ভট্টাচার্য,সুদীপ ভট্টাচার্যচন্দন ঘোষ,সকল কমিশনার গন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আসা তৃণমূলের মহিলা সংগঠনের কর্মীগন।
কালিয়াগজের পৌরপিতা কার্তিক পাল বলেন আজকের মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমরা যেমন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় নেমেছি তেমনি আগামী কাল বৃহস্পতিবার বেলা ৩টার সময় কালিয়াগঞ্জ শহরে এই কালা আইনের বিরোধিতায় মৌন মিছিলে অংশ
নেবে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীরা।কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ বলেন আমরা কোন ভাবেই কেন্দ্রের কালা আইন নাগরিকত্ব সংশোধনী আইন মানছি না মানবো না।মানব বন্ধন কর্মসূচি চলে আনুমানিক একঘন্টা।