কর্নজোড়ায় জেলা শাসকের দপ্তরে জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়ান দিবসে প্রার্থনা সভা
1 min readকর্নজোড়ায় জেলা শাসকের দপ্তরে জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়ান দিবসে প্রার্থনা সভা
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কর্নজোড়ায় অবস্থিত জেলা শাসকের দপ্তরে সকাল নয়টায় জাতির জনক মহাত্মা গান্ধীর মহা প্রয়ান দিবসে
উত্তর দিনাজুর জেলা প্রশাসনের উদ্দ্যোগে ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়।
প্রার্থনা সভায় সমস্ত ধর্মের মানুষ উপস্থিত হয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর মহা প্রয়ান দিবস শ্রদ্ধা ভক্তির সাথে বিশেষ মর্যাদার সহকারে পালন করা হয়।অনুষ্ঠানে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সহ জেলা প্রশাসনের অধিকারিকগন উপস্থিত থেকে জাতিরজনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
জাতির জনকের মহা প্রয়ান দিবসে রামধনু সঙ্গীত সহ নানাবিধ ভ্যক্তিগীতির আয়োজন করা হয় বলে জানান উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস।