December 22, 2024

নাট্য ব্যক্তিত্ব দুলাল চক্রবর্তী সম্বর্ধিত-

1 min read

নাট্য ব্যক্তিত্ব দুলাল চক্রবর্তী সম্বর্ধিত

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের যাত্রিক নাট্য উৎসবে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা নিবাসী নাট্য ব্যক্তিত্ব দুলাল চক্রবর্তী সম্বর্ধিত হলেন।যাত্রিক নাট্য উৎসবের ষষ্ঠ দিনে দুলাল চক্রবর্তীকে সম্বর্ধনা দিলেন যাত্রিক নাট্য গোষ্ঠীর কর্নধার নাট্য ব্যক্তিত্ব নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী।সম্বর্ধনার উত্তরে দুলাল চক্রবর্তী বলেন যে কোন পুরস্কার বা সম্বর্ধনা কাজের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়ে থাকে।

আমার কাজের ফসল কালিয়াগঞ্জের নজমু মঞ্চে আমাকে দেওয়ায় আমি গর্বিত ও আপ্লুত।ফরাক্কা ব্যারেজ নাট্যাঙ্গন সংস্থার নির্দেশক, অভিনেতা এবং নাট্যকার দুলাল চক্রবর্তী  ১৯৭৩ সালে প্রথম মঞ্চে এসেছিলেন। ২০০৫ সাল থেকে বহরমপুর রঙ্গাশ্রমের মোবারক, গোলকধাম রহস্য, সন্তাপ নাটক গুলিতে অভিনয় করেন। এছাড়া কল্যাণী কৃষ্টি দশম সংস্থা, শান্তিপুর রঙ্গপীঠ, বহরমপুর সুহৃদ, বীজপুর চতুর্থ সূত্র, বহরমপুর গাঙচিল প্রভৃতি সংস্থায় নাটকাভিনয়ে সংযুক্ত তিনি।সারা পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের নাট্য জগতে তিনি নাট্য ব্যক্তিত্ব হিসাবেই পরিচিত। লেখালেখি, নাট্য বিচারক হয়ে বিভিন্ন জায়গায় তার যাতায়াত। শিলচর সর্ব ভারতীয় একাংক নাটক প্রতিযোগিতায়  বিচারক হয়ে তিনি, ২০০৬, ২০০৮, ২০১১ এবং ২০১২ সালে তিনি তার দায়িত্ব পালন করেছেন।আননায়ুধ, নাট্য মুখো পত্র ইত্যাদি পত্রিকার তিনি নিয়মিত লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *