কালিয়াগঞ্জ অন্নপূর্ণা সোসাইটির পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি হরিহরপুর বিশ্বদেব আশ্রম
1 min readকালিয়াগঞ্জ অন্নপূর্ণা সোসাইটির পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি হরিহরপুর বিশ্বদেব আশ্রম
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজুর)–রবিবার ২৬শে জানুয়ারীর শুভলগ্নে কালিয়াগঞ্জ অন্নপূর্ণা সমাজ সেবা মূলক সোসাইটি হরি হরিপুর বিশ্বদেব মঠ প্রাঙ্গণে
বেশ কিছু ফলের গাছ লাগিয়ে সমাজসেবার কাজে উজ্বল দৃষ্টান্ত স্থাপন করে দেখালো। কালিয়াগঞ্জ অন্নপূর্ণা সোসাইটি শুধু কয়েকটি গাছ লাগিয়েই তাদের দায়িত্ব শেষ করেনা।
সম্প্রতি কয়েকশো হতদরিদ্র মানুষদের শীতের হাত থেকে রক্ষা করবার জন্য শীতবস্ত্র তুলে দিয়েছে যা একটি দৃষ্টান্ত বলা যায়।হরিহরপুরের রবিবারের বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি বিশ্বজিৎ কুণ্ডু সম্পাদক গৌতম বিশ্বাস, বাপি কুন্ডু সঞ্জীব চক্রবর্তী ও সোসাইটির সদস্যবৃন্দ ।বৃক্ষরোপণ কর্মসূচি তে উপস্থিত ছিলেন বিশ্বদেব মঠের স্বামীজি, ও কুনোর ভারত সেবা সঙ্গের স্বামীজিএছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী হিমাংশু কুমার রায়.