কিশলয় বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান
1 min readকিশলয় বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কিশলয় নার্সারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতে বালক বালিকা বিভাগে ৮০ মিটার দৌড়,মার্বেল
দৌড়,অংক দৌড়,এক পায়ে দৌড়, পর্যবেক্ষণ দৌড়,লৌহ গোলক নিক্ষেপ, ভলিবল নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।শুধু মাত্র কচিকাঁচদের প্রতিযোগিতাতেই সীমাবদ্ধ ছিলনা অভিভাবক অভিভাবিকাদেরকে নিয়েও নানান ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকায় অনুষ্ঠানটি ছিল
অত্যন্ত বর্ণময়।কিশলয় নার্সারী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্যাণী দত্ত বলেন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্ৰর্তিযোগীতাকে ঘিরে ছিল চরম উন্মাদনা।প্রচুর সংখক ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত সাফল্যের সাথে শেষ হয়। ক্রীড়া প্রতিযোগিতায়
বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি নিলাঞ্জন সাহায্যবিশিষ্ট ক্রীড়াবিদ দীপক গুহ,সত্যেন গুহ,