কোলকাতায় জিও ইনফরমেটিভ প্রশিক্ষণ শিবিরে প্রকাশ হল অধ্যাপক ডঃ প্রাণতোষ পালের সম্পাদনায় “এডভান্স কম্পিউটিং”
1 min readকোলকাতায় জিও ইনফরমেটিভ প্রশিক্ষণ শিবিরে প্রকাশ হল অধ্যাপক ডঃ প্রাণতোষ পালের সম্পাদনায় “এডভান্স কম্পিউটিং”
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)-বই মানুষের নিত্যসঙ্গী। ইদানীং বই পড়ার প্রবনতা বাড়ছে মফস্বল শহরগুলিতে। যদিও বইপ্রকাশের বিশেষ জায়গা হিসাবে বেছে নেওয়া হচ্ছে রাজধানী শহর কোলকাতাকে। তেমনই এক বইপ্রকাশ হল কোলকাতায়। লেখক ও সম্পাদক নিজে রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক। বাড়ি দক্ষিণ দিনাজপুরে। বইটি ছিল এডভান্স কম্পিউটিং এবং ইনফোরম্যাটিক্স এর উপর।
পুস্তক প্রকাশ হলো গত 17ই জানুয়ারী 2020 তে।পুস্তক টির সম্পাদনা করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার এন্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক ডক্টর প্রাণতোষ কুমার পাল এবং খ্যাতনামা ভি আই টি বিশ্ববিদ্যালয় (ভেলোর) এর অধ্যাপক ডঃ কারমেল এ। বইটি জিও ইনফরমেটিক্স সেলের প্রশিক্ষণ শিবিরে প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ এর অশ্রু কুমার মৈত্র, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এর ডেপুটি ম্যানেজার(টেকনিকাল) লিপি সরেন, অপসিস সিস্টেম এর ম্যানেজিং ডিরেক্টর ডঃ বলেন বসু, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডঃ চিন্ময়ী মল্লিক প্রমুখ। এই পুস্তকটির শিরোনাম এডভান্স কম্পিউটিং এন্ড ইনফরমেটিক্স: দি এমারজিং কনটেক্সট। প্রসঙ্গত ইনফরমেশন সায়েন্স ডিভিশন, সি আই এস, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এটি ছিল এ বছরের দ্বিতীয় পুস্তক প্রকাশ। পুস্তকটি প্রকাশিত হয়েছে নিউ দিল্লি পাবলিশারস, নিউ দিল্লি দ্বারা। এ বিষয়ে ডঃ প্রাণতোষ কুমার পাল জানান রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়ো টেকনোলজি বিভাগের জিও ইনফরমেটিক্স প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে এবং পুস্তকটি প্রকাশ করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ড:প্রানতোষ কুমার পালের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জের শিক্ষা মহল। এম ফিল থিসিস জমা দেওয়া রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক বিনয় লাহার বক্তব্য থেকেও জানা গেল ড:প্রানতোষ কুমার পাল একজন একনিষ্ঠ এবং আদর্শবান শিক্ষক। একই মন্তব্য করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের বর্তমানে গবেষনারত সৌরভ মন্ডলের কথায়। তিনি জানালেন যে, “এই স্যার খুব যত্ন নিয়ে পড়াতেন। কম্পিউটার বিষয়ে অনেককিছু শিখেছি ওনার কাছ থেকেই। “এই লেখক ও সম্পাদকের অন্যান্য বই ও রয়েছে। ইতিপূর্বে ইনফরমেশন সায়েন্স ডিভিশনের ডক্টর প্রাণতোষ কুমার পালের তত্বাবধানে প্রকাশিত পুস্তক গুলি হল ইনফরমেশন টেকনোলজি এন্ড এডুকেশন : চালেঞ্জেস এন্ড অপর্চুনিটিস অফ স্মারটার লার্নিং সিস্টেম, ডিজিটাল টেকনোলজি, অটোমেশন এন্ড এডভান্স কমিউনিকেশন সিস্টেম, কম্পিউটিং এন্ড এমারজিং ট্রেন্ডস : এ হ্যান্ডবুক, ইনফরমেশন টেকনোলজি ইনটু নেক্সট হরাইজন: দি ট্রেন্ডস অফ অটোমেশন এন্ড কমুনিকেশন,ইনফরমেশন টেকনোলজি, বায়োলজিক্যাল সায়েন্সএস এন্ড সোসাইটি : এ হ্যান্ডবুক, ক্লাউড কম্পিউটিং এন্ড বিগ ডেটা: এ হ্যান্ডবুক, ইনফরমেশন টেকনোলজি এন্ড স্মারটার সিস্টেম ইন ইনফরমেশন এজ, আইটি এন্ড কম্পিউটিং ফর অল দি ডোমাইন্স এন্ড প্রফেশনালস: দি এমারজেনস অফ সি আই এস।