December 21, 2024

নুতুন রূপে নুতুন ভাবে স্টারলাইটের কামব্যাক – পায়েল – শ্রুতির যাত্রা

1 min read

নুতুন রূপে নুতুন ভাবে স্টারলাইটের কামব্যাক – পায়েল – শ্রুতির যাত্রা

দীর্ঘ্য প্রতীক্ষার পরে স্টারলাইট এক অনবদ্য রূপে কামব্যাক করছে – হ্যাঁ তবে সেটা কোনো সিরিয়াল সিনেমা ম্যাগাজিন নয় , ফিরছে ক্যালেন্ডার রূপে ।

এই ক্যালেন্ডার শুধু ক্যালেন্ডার নয়, এটা একটি আকর্ষণীয় টেবিল ক্যালেন্ডার , যার আকর্ষণীয়তা ফুটে উঠেছে কভার লুকের রোল মডেল এবং টলিউডের গোলাপি অভিনেত্রী পায়েল সরকার এবং ইন্ডাস্ট্রির ব্ল্যাক বিউটি শ্রুতি দাসের ছোঁয়ায়।ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তে ক্যালেন্ডারের ফ্রন্ট এবং ব্যাক কভার জনপ্রিয় হয়ে উঠেছে।

অলরেডি প্রি বুকিং জোর কদমে চলছে। বোঝাই যাচ্ছে বাংলায় এক অনবদ্য সারা ফেলবে এই স্টারলাইট ক্যালেন্ডার।

শুধু তাই নয় , প্রথমবার পায়েল সরকার ক্যামেরার মুখোমুখি তাঁর নিজের বিয়ের কথা ঘোষণা করলেন। বর্তমানের কথার তরফ থেকে ওনার আগামী জীবন এবং স্টারলাইট র জন্য রইল অনেক শুভেচ্ছা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *