December 21, 2024

টুঙ্গিদিঘিতে ভাওয়াইয়া বোগিয়া উৎসব-

1 min read

টুঙ্গিদিঘিতে ভাওয়াইয়া বোগিয়া উৎসব-

প্রদীপ সিনহা করণদিঘি উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের টুঙ্গিদিঘী মিরদিঘী রাজবংশী গাভুর সংঘ আয়োজিত ভাওয়াইয়া বোগিয়া উৎসব শুরু হল গত বৃহস্পতিবার। ।এই উৎসব বাঙ্গালীদের পৌষপার্বণকে ঘিরেই সাধারণত হয়ে থাকে।টুঙ্গিদিঘিতে ভাওয়াইয়া বো গিয়া উৎসবে প্রথম দিন থেকেই এলাকার রাজবংশী সমাজের মানুষেরা

দুদিনের অনুষ্ঠানে নানান ধরনের রাজবংশী সমাজের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুদ্ধার করবার কারণেই এই অনুষ্ঠসন দুইদিন ধরে চলে।রাজবংধী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব মোহন লাল সিংহ বলেন রাজবংশী সমাজ বর্তমান সমাজেও অনেক পিছিয়ে পরে আছে।এই সমাজকে এবং সমাজের মানুষদের উন্নত করতে দুই দিন ধরে সুস্থ সংস্কৃতির বিকাশে শুরু হয়েছে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ রাজবংশী ভাওযাইয়া গান, ক্ষণ গান নাটক সহ একাধিক রাজবংশী সমাজের নৃত্য ছাড়াও সমাজের উন্নয়নে আলোচনা। রাজবংশী সামাজের উওর দিনাজপুর জেলার বিশিষ্ট ব্যক্তি মোহনলাল সিংহ জানান রাজবংশী সমাজ অনেকটাই পিছিয়ে পরে আছে। আমরা নিজেদের ভাষা সংস্কৃতি ভুলে যাচ্ছি। তাই আমাদের বিশেষ উদোগ আগামীদিনে রাজবংশী সমাজের মানুষজন

সুস্থ সংস্কৃতির কথা নুতন করে ভাববে চিন্তা করবে বলেই তার বিশ্বাস।বোগিয়া উৎসবের অনুষ্ঠানে রাজবংশী সমাজের একাধিক নাট্য শিল্পী নেপাল, কোচবিহার, শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ সহ জেলার বিভিন্ন জায়গায় থেকেই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শিলিগুড়ি নকশাল বাড়ি থেকে রাজবংশী মডেল প্রতিমা সিংহ এসছেন এছাড়াও করণদিঘী ব্লক বিধায়ক মনোদেব সিংহ সহ, এলাকার দূরদূরান্ত থেকে প্রায় ২০হাজার মানুষ অংশগ্রহণ করতে আসেন।রাজবংশী গাভুর সংঘ মেলাতে রয়েছে রাজবংশী সমাজের খুব চেনা কিছু খাওয়ার আয়োজন করা হয়, সিতল ছানা, পাটা শাকের সুকাতি, গুংজরী তরকারি, লেফা শাকের পেলকি সহ পিঠা পুলি রয়েছে। এই মেলার বিশেষ আকর্ষণ রাজবংশী সমাজের বিভিন্ন ধরনের খাবার আয়োজন।যা সকলকেই আকৃষ্ট করে সহজেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *