প্রতিবাদের দীপালি উৎসব মঞ্চে তিন গুণীজন সম্বর্ধনা
1 min readপ্রতিবাদের দীপালি উৎসব মঞ্চে তিন গুণীজন সম্বর্ধনা
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের দীপালি উৎসব মঞ্চে ক্লাবের পক্ষ থেকে তিন জন গুণীজনদের সম্বর্ধনা
দেওয়া হয়।প্রথম গুণীজন ব্যক্তি হলেন কালিয়াগঞ্জের একসময়কার বিশিষ্ট প্রবীণ ফুটবল খেলোয়াড় মিহির চন্দ্র ভৌমিককে সম্বর্ধনা দেন কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার।দ্বিতীয় গুণীজন ব্যক্তি হলেন কালিয়াগঞ্জের প্রবীণ কবি গৌর চন্দ্র সাহা।
তার হাতে পুরস্কার তুলে দেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ এবং তৃতীয় গুণীজন ব্যক্তি হলেন কালিয়াগঞ্জের বিশিষ্ট প্রবীণ উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী শৈলেশ চন্দ্র রায়কে সম্বর্ধনা দেন কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক চন্দ্র পাল।শুক্রবার ছিল বিভিন্ন জয়ী প্রতিযোগীদের পুরস্কার দেবার অনুষ্ঠান।এই অনুষ্ঠানে বিভিন্ন
জয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক তপন দেবসিংহ,কালিয়াগঞ্জের পৌর পিতা কার্তিক পাল,পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,উপ-পৌরপিতা বসন্ত রায় এবং প্রতিবাদ ক্লাবের দীপালি উৎসব কমিটির সভাপতি তুলসী জয়সওয়াল।