October 7, 2024

ইসলামপুর:আচমকা দুস্কৃতিদের হামলায় জখম এক চপ ব্যবসায়ী।

1 min read


রৌণাক কুমার যাদব ,(বর্তমানের কোথা)ঃ ইসলামপুর:আচমকা দুস্কৃতিদের হামলায় জখম এক চপ ব্যবসায়ী।তাকে জখম করবার পাশাপাশি তার কাছ থেকে দুষ্কৃতীরা নগদ চার হাজার টাকা ছিনতাই করে বলে অভিযোগ।জখম ওই চপ বিক্রেতার নাম লক্ষণ সাহু।বাড়ি ইসলামপুরের শান্তি নগর এলাকায়।সংশ্লিষ্ট বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার রাতে স্থানীয় পোস্ট অফিস মোড়ে তার ক্যান্টিনে বাসন মাজবার সময় পিছন দিক থেকে দুস্কৃতিরা এসে আচমকা ওই ব্যবসায়ীর মাথায় ইট মেরে তার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।ঘটনার পর স্থানীয় মানুষজন এসে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।সেখানে পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।সংশ্লিষ্ট বিষয়ে ইসলামপুর থানায় অভিযোগ জানানো হয়েছে।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *