আলিপুরদুয়ার জেলার বীরপাড়া সংলগ্ন এথেলবাড়িতে বাস্তুপূজা করা হলো
1 min read
তমাল চক্রবর্তী আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলার বীরপাড়া সংলগ্ন এথেলবাড়িতে কোটি টাকা ব্যয়ে ধর্মশালা ও শিব মন্দির স্থাপন করার উদ্দেশ্যে বুধবার বাস্তুপূজা করা হলো।মন্দির স্থাপন কমিটির সেক্রেটারি এমএল জাজরিয়া বলেন,এর আগেও মন্দির ও ধর্মশালা নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল,নির্মাণ কাজ শুরুও হয়েছিল কিন্তু কোনো কারণে তা আর হয়ে উঠেনি, তাই এবার বাস্তু পূজার মাধ্যমে পুনরায় নির্মাণ কাজ শুরু হবে।গত জানুয়ারিতে কাজ শুরু হবার কথা থাকলেও বাস্তুপুজা না হবার জন্য পুনরায় দিন পিছিয়ে নিয়ে বুধবার পুজো সম্পন্ন করা হলো।ধর্মশালার নির্মাণ কার্য সম্পূর্ণ করার জন্য 2 কোটি টাকার তহবিল গড়া হয়েছে ও মন্দির তৈরি করার জন্য 15লাখ টাকা ধার্য্য করা হয়েছে,আজ এই বাস্তুপুজাকে কেন্দ্র করে বাসিন্দাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।