October 7, 2024

অপ্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের ইনক্রিমেন্ট দেওয়ার ব্যাপারে উদ্যোগী সরকার

1 min read

প্রীতম সাঁতরা : বারংবার সমস্যার সম্মুখীন হয়েছে প্রশিক্ষণহীন প্রাপ্ত শিক্ষকদের ইনক্রিমেন্ট। শিক্ষক-শিক্ষিকাদের এই সমস্যা সমাধানে উদ্যোগ নিল রাজ্য সরকার। শিক্ষামন্ত্রীর মতে, শিক্ষক-শিক্ষিকিরা যাতে নিরবিচ্ছিন্ন ইনক্রিমেন্ট পায় তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।
বুধবার পার্থ জানান, উচ্চ, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ হয়েছে। কিন্তু সময়মত প্রশিক্ষণ না দেওয়ার ফলে ২০১৩-র পর বার্ষিক ইনক্রিমেন্ট থেকে তারা বঞ্চিত। কিন্তু বর্তমান সরকারের আমলে প্রশিক্ষণহীন শিক্ষকরা ২০১৫ সালের মধ্যে প্রশিক্ষিত হয়ে যান বলেই মত পার্থর। শিক্ষামন্ত্রীর কথায়, “সময়মত তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা না দেওয়ার ফলে চাকুরিরত শিক্ষকরা ২০১৩ সালের পর, বার্ষিক ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হয়ে আসেন।” এর জন্য তিনি কাঠগড়ায় তুলেছেন পূর্বতন বাম সরকারকে। তাঁর মতে, ২০০৯ সালে সিপিআইএম সরকার একটি জিও জারি করে ২০১২ সাল পর্যন্ত ইনক্রিমেন্ট দেওয়ার ব্যাপারে নির্দেশিকা জারি করেছিল। কিন্তু অপ্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকরা বারংবার ব্যহত হয়েছেন তাদের নায্য পাওনার ব্যাপারে। তাই সমস্যা রয়েই গিয়েছিল। এই সমস্যা মেটাতে শিক্ষামন্ত্রীর ঘোষণা, ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে বঞ্চিত শিক্ষকদের ইনক্রিমেন্ট
দেবে রাজ্য সরকার। ২০১৫-র পর বার্ষিক ইনক্রিমেন্ট নিরবিচ্ছন্ন রাখার আদেশনামা জারি করে সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের নতুন পদক্ষেপ কার্যকরি হলে ১০ থেকে ১২ হাজার শিক্ষক উপকৃত হবেন বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *