স্পোর্টস এসোসিয়েশন ইসলামপুর আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত মহিলাদের প্রীতি ক্রিকেট ম্যাচ
1 min readরোনাক কুমার যাদব, (ইসলামপুর)ঃ ইসলামপুর:ক্রিকেট তথা খেলাধুলায় মহিলাদের এভাবেই উজ্জীবিত করা যায়। আগামীতে ইসলামপুরেও একটি মহিলাদের ক্রিকেট খেলার দল দেখতে চাই।শনিবার স্পোর্টস এসোসিয়েশন ইসলামপুর আয়োজিত ডাঃ নারায়ণ কৃষ্ণ পাল মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ ও প্রভাত চন্দ্র ভৌমিক মেমোরিয়াল রানার্স আপ নক আউট ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত মহিলাদের প্রীতি ক্রিকেট ম্যাচ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনই জানান রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী।পুর সভার চেয়ারম্যান তথা বিধায়ক কানাইলাল আগরওয়ালও ইসলামপুরে মহিলাদের খেলাধুলায় এগিয়ে আসার কথা বলেন।এদিন এই প্রীতি ম্যাচকে ঘিরে উচ্ছাসে ভাসলো শহর ইসলামপুর।দর্শকে খেলার মাঠ ছিল রীতিমতো টইটম্বুর।
দুই দলের সদস্যদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন ‘অন্য ভুবন’নামে মহিলাদের একটি সমাজ কল্যাণ মূল্যক সংস্থার সদস্যরা।শনিবারের খেলায় শিলিগুড়ি মহিলা একাদশ জলপাইগুড়ি মহিলা একাদশকে পাঁচ উইকেট পরাজিত করলো। এদিন ইসলামপুর কোর্ট ময়দানে আয়োজিত এই প্রীতি ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে পঁচিশ ওভারের খেলায় ছয় উইকেটে ১৫০ রান সংগ্রহ করে জলপাইগুড়ি মহিলা একাদশ।জবাবে পাঁচ উইকেট হারিয়ে ২২ ওভারে ১৫১ রান সংগ্রহ করে শিলিগুড়ি মহিলা একাদশ।বিজয়ী দল শিলিগুড়ি মহিলা একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জেলা পরিষদের সদস্য জাভেদ আখতার। ম্যান অফ দি ম্যাচ ঘোষিত হন শিলিগুড়ি মহিলা একাদশের পুনম সোনি।৫৮ বলে ৪৫ রান সংগ্রহ করেন তিনি।এদিনের প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন সংস্থার তরফে খেলোয়াড় দেবাশীষ দত্ত,রাজ সাহানী,ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদী হেদায়েতুল্লা,ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জগদাত্রী সরকার,ক্রীড়াবিদ অজিত দাস,অন্য ভুবন সংস্থার সহ সম্পাদক মধুমিতা চক্রবর্তী, সভাপতি অর্পিতা দত্ত প্রমুখ।