নদীয়ার কল্যাণী জিআরপি অফিসের ছাদ থেকে আজ দুপুরে প্লাস্টার খসে পড়ে
1 min readনিজস্ব প্রতিনিধি ঃ নদীয়ার কল্যাণী জিআরপি অফিসের ছাদ থেকে আজ দুপুরে প্লাস্টার খসে পড়ে। অফিসার ইন চার্জ কৃষ্ণগোপাল মালাকার অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তাঁর মাথার ডানদিকে আঘাত লাগে। ছাদের চাঙড় ভাঙার শব্দে জিআরপি কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন।এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। জিআরপির জন্য বরাদ্দ রেলের এই ঘরটির জীর্ণ অবস্হা এবং এটি সংস্কারের কোন ব্যবস্হা করা হচ্ছে না বলে কর্মীদের অভিযোগ। পুরো ঘটনাটি কৃষ্ণগোপালবাবু উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।