483576092_653724163919891_1127282390677215550_n

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কালিয়াগঞ্জে বসন্ত উৎসবের প্রথম পর্বের প্রভাতী অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে থানার মাঠে সমাপ্তি

_তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৪ মার্চ: শুক্রবার সকালে কালিয়াগঞ্জ বসন্ত উৎসব কমিটির উদ্যোগে এবং কালিয়াগঞ্জ লায়েন্স ক্লাবের সহযোগিতায় সকালে কালিয়াগঞ্জ মনমোহন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বিশাল মিছিল নাচে নৃত্য এবং সংগীতের মধ্যে দিয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রম করে কালিয়াগঞ্জ থানা মাঠে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়। এই প্রভাতী অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিয়াগঞ্জের পৌরসভার পৌরপিতা রাম নিবাস সাহা বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভা ভাইস চেয়ারম্যান

 

পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বিশিষ্ট সমাজসেবী অসীম ঘোষ প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, কালিয়াগঞ্জ সাল আর আইসি দেবব্রত মুখার্জি, কালিয়াগঞ্জ পেস ক্লাবের সাধারণ সম্পাদক অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ ক্লাবের সভাপতি সুখেন সরকার , লায়ন দিব্যেন্দু চৌধুরী চঞ্চল রায় এবং বসন্ত উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক সুদীপ ভট্টাচার্য সহ অনেকেই।যুগ্ম সম্পাদক সুদীপ ভট্টাচার্য বলেন এবারের বসন্ত উৎসব চতুর্দশ বর্ষে পদার্পণ করল। তিনি বলেন সকালে যে যে শোভাযাত্রা অনুষ্ঠানটি হয়েছিল তা ছিল অত্যন্ত প্রাণবন্ত। পুলিশি ব্যবস্থা ছিল অত্যন্ত সক্রিয়। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে মিছিলটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *