WhatsApp Image 2025-03-12 at 6.16.01 PM

দেড়শো বারের শ্রেষ্ঠ রক্ত দাতা হিসাবে পুরস্কৃত করছে সন্তোষী বেঙ্গানীকে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১২ মার্চ:আগামী ১৪ ই মার্চ নজমু নাট্য নিকেতনে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব ও কালিয়াগঞ্জ বাড়ন্ত উৎসব কমিটির উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার ১৫০ বারের শ্রেষ্ঠ রক্তদাতা হিসাবে স্থানীয় ৬২ বছরের বর্ষিয়ান রক্তদাতা সন্তোষ বেঙ্গানিকে সম্বর্ধনা দিতে চলেছে শুক্রবার।

বুধবার এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের কর্ণধার তথা বসন্ত উৎসব কমিটি কনভেনর সুদীপ ভট্টাচার্য বলেন সন্তোষ বেঙ্গানী শুধু কালিয়াগঞ্জ বা উত্তর দিনাজপুর জেলাতেই রক্ত দান করে সীমাবদ্ধ থাকেন নি।তিনি শিলিগুড়ি সহ বালুরঘাট,মালদহ,কলকাতার ক্যান্সার টাটা সেন্টারেও রক্তদান করেছেন।উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে তাকে বিশিষ্ট রক্ত দাতা হিসাবে সম্মানিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *