কালিয়াগঞ্জ তন্তুবাই সমবায় সমিতিতে ব্লক প্রশাসন, সিএ ডি সি এর উদ্যোগে ১৫. দিনের হস্তশিল্পের প্রশিক্ষণ শুরু
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৪ ফেব্রুয়ারি: মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়ায় অবস্থিত তন্তু ভাই সমবায় সমিতি তে আজ থেকে শুরু হল ১৫ দিনের পিছিয়ে পড়া মহিলাদের হস্তশিল্পের প্রশিক্ষণ শিবির। কালিয়াগঞ্জ তন্তুবাই সমবায় সমিতির উদ্যোগে এবং ব্লকপ্রশাসন এবং সিএডিসির সহযোগিতায় এই প্রকল্প শুরু হল। প্রকল্পের উদ্বোধন করলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ তন্তু ভাই সমবায় সমিতির সম্পাদক রাধিকা রঞ্জন দেবভূতি। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ সিএডিসির ইনচার্জ।
অসীম বসাক।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর প্রেরণায় আমরা আমাদের এখানকার পিছিয়ে পড়া মহিলারা যাতে সহজ ভাবে জীবন যাপন ধারণ করতে পারেন তার চেষ্টা করে যাচ্ছি। বর্তমানে কুড়ি জন মহিলা এই প্রশিক্ষণ ১৫. দিন ধরে নেবেন।তারপরে তাদেরকে একটি করে শংসাপত্র দেওয়া হবে । সিএডিসির ইনচার্জ বলেন পরবর্তীতে তাদেরকে আরো উন্নত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে এইভাবে তাদেরকে বিভিন্ন ধরনের নানান রকম শিল্প হাতে কলমে শিখিয়ে রোজগারের ব্যাবস্থা যাতে।করতে পারে সেদিকে নজর দেওয়া হবে। কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায় বলেন তাদেরকে ব্যাংক থেকে ঋণের ব্যাবস্থা প্রশাসন থেকে করে দেওয়া হবে। বলে তিনি।জানান।উপস্থিত কুড়িজন মহিলার হাতে তাদের সেলাইয়ের সমস্ত কিডস তুলে দেওয়া হল।