রাজ্য সরকারের উপর থেকে রাজ্যে মানুষের আস্থা উঠে ২৬শের অপেক্ষায় দিন গুনছে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪ ফেব্রুয়ারি:মানুষ যে কারনে এই সরকারকে এনেছিল মানুষ এবার হারে হারে বুঝতে পেরেছে।মহিলারাও বাড়ি থেকে রাতে বের হয়েও আন্দোলনে নেমে আন্দোলন করছে। এবার মাঠেও যেমন মানুষ দেখা যাবে তার প্রভাব ভোটের বাক্সেও পড়বে। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা ১৯.তম সম্মেলনে প্রকাশ্য জনসভায় ভাষণ দিতে এসে এই কথা বলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্পাদিকা মিনাক্ষি মুখার্জি।: মীনাক্ষী মুখার্জী বলেন রাজ্যে একটি সরকার চলছে কেমন সরকার চলছে কি ধরনের সরকার চলছে কি কি ব্যবসা করছে সবাই জেনে গেছে, এই সরকারের কোন ব্যবসা নেই গরুর ব্যবসা শোনার ব্যবসা চাকরির ব্যবসা ঘরের ব্যবসা ছাড়াও নুতন নুতন অনেক ব্যবসা শুরু করেছে এই সরকার।তবে।রাজ্যের কয়েক হাজার বিদ্যালয় বন্ধ করে দিলেও সেই দিকে কোন নজর নেই।
চাকরির জন্য শিক্ষিত বেকাররা বছরের পর বছর পরীক্ষায় পাস করেও রাস্তায় শুয়ে থাকতে হয় চাকরি পাওয়ার জন্য আন্দোলনের জন্য।: তিনি বলেন তবে মানুষের মনের যে অনেক পরিবর্তন হয়েছে তা স্পষ্ট করেই বোঝা যায়। প্রকাশ্য সম্মেলনে বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর জেলার সিপিআইএমের উত্তর দিনাজপুর জেলার সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী আনোয়ারুল হক, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শামি খান। উত্তর দিনাজপুর জেলার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ১৯ তম সম্মেলনের কাজ শুরু হবে হনুমান ভবনে মনোজ সরকার মঞ্চে। প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে। আজ এবং আগামীকাল দুই দিন ধরে চলবে ১৯ তম জেলা সম্মেলন। এই সম্মেলন থেকে আগামী দিনের কি কি কর্মসূচি নিয়ে কাজ করবে তার একটি দলিল তৈরি হবে বলে জানালেন রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি। এই সম্মেলন থেকে নির্বাচিত হবে নতুন জেলা সম্পাদক সহ পদাধিকারীগণ। অনুষ্ঠান শুরু হবার আগে কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড় থেকে এক বিশাল মিছিল মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বুদ্ধদেব ভট্টাচার্য নগর কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ সম্মেলন মঞ্চে আসে।