December 5, 2024

একে কাঁচামাটির রাস্তা। তার উপর রাস্তায় জমে রয়েছে হাঁটু সমান জলকাদা।

1 min read

একে কাঁচামাটির রাস্তা। তার উপর রাস্তায় জমে রয়েছে হাঁটু সমান জলকাদা।

একে কাঁচামাটির রাস্তা। তার উপর রাস্তায় জমে রয়েছে হাঁটু সমান জলকাদা। এতেই চরম দুর্ভোগে মালদার মানিকচক ব্লকের চৌকি মীরদাদপুর অঞ্চলের ভেস্টপাড়া এলাকার বাসীন্দারা। এলাকাবাসীর অভিযোগ, তারা এই সমস্যার কথা বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন।

 

কিন্তু এখনও পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের ব্যাপারে কেউ কোন উদ্যোগ গ্রহণ করেন নি। এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই বিষয়ে কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধিকে ধরা হলে তিনি গোটা ঘটনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের ঘাড়েই দোষ চাপান। বিরোধী এলাকায় কাজ না করার অভিযোগ তুলে সরব হন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত চৌকি মীরদাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।’ তার বক্তব্য তিনি দলমত নির্বিশেষে বিভিন্ন বুথ এলাকায় কাজ করেছেন। আগামী বছর ভেস্টপাড়ায় রাস্তাটিও সংস্কার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *