October 21, 2024

কালিয়াগঞ্জ রেল স্টেশনের দুর্গা পূজার প্রধান বৈশিষ্ট্য নিষ্ঠা ও আচার

1 min read

কালিয়াগঞ্জ রেল স্টেশনের দুর্গা পূজার প্রধান বৈশিষ্ট্য নিষ্ঠা ও আচার

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ৩ অক্টোবর: ১৮৮৭ সালে কালিয়াগঞ্জ রেল স্টেশনের সৃষ্টিকাল থেকেই নাকি রেল স্টেশনের জমিতে এই দুর্গাপূজার সূচনা হয়েছিল। সেই থেকে যারা এই রেল স্টেশনে চাকরি সূত্রে আসেন তাদের সাথে কালিয়াগঞ্জ শহরের কতিপয় ভক্তপ্রানা মানুষের সহযোগিতায় এই পূজা হয়ে আসছে।।কালিয়াগঞ্জ রেল স্টেশনের অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার এস পি সাহা এক সাক্ষাৎকারে বলেন কালিয়াগঞ্জ রেল স্টেশন চত্বরে যে দুর্গা পূজা হয়ে আসছে সেই পূজায় উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বহু জায়গা থেকে চাঁদা হিসেবে বহু জিনিস এই পূজার জন্য সবাই পাঠিয়ে দিত।এস পি সাহা বলেন কালিয়াগঞ্জ রেল স্টেশনে আগে পূজার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও আজ যেন সব কিছু স্মৃতি হয়ে দাড়িয়েছে। তিনি বলেন এক সময় এই রেল স্টেশনের দুর্গা মায়ের প্রতিমা সাবেক দিনাজপুর জেলা থেকে আনা হত ।

 

বর্তমানে তরঙ্গ পুরের পাল পাড়ার শুভেন্দু পাল এই প্রতিমা তৈরি করে থাকে।কালিয়াগঞ্জ রেল স্টেশনের অবসর প্রাপ্ত আধিকারিক স্বপন মৈত্র বলেন কালিয়াগঞ্জ রেল স্টেশনের পূজার একসময় নাম থাকলেও আজ যেন সব ফিকে হয়ে গেছে।তবে আজও কালিয়াগঞ্জ রেল স্টেশনের দুর্গা পূজায় আমরা সবাই অংশকালিয়াগঞ্জ স্টেশনের কর্মী প্রমোথ বাবু বলেন আমরা কালিয়াগঞ্জ রেল স্টেশনের দূর্গাপূজা: নিজের বাড়ির পূজা মনে করে থাকি।নিজের বাড়িতে পূজা যেমন আমরা করে থাকি সেই ভাবেই করে থাকি।কালিয়াগঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার বলেন এখনও সবার সহযোগিতা রেল স্টেশনের পূজায় পাওয়া যায়।পূজার কটা দিন আমরা এখানে সবাই পূজার আনন্দে মেতে থাকি বলে জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *