আন্ত বিদ্যালয় জেলা ক্রীড়া প্রতিযোগিতায় তরঙ্গপুর বড়াল হরলাল বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জয় জয়কার
1 min readআন্ত বিদ্যালয় জেলা ক্রীড়া প্রতিযোগিতায় তরঙ্গপুর বড়াল হরলাল বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জয় জয়কার
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১ সেপ্টেম্বর:৩০ তম উত্তর দিনাজপুর জেলাভিত্তিক আন্ত বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ইসলামপুর মহকুমার শ্রী জৈন কানকি উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার।
তরঙ্গপুর বড়াল হরলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচী জানান তার বিদ্যালয়ের ছাত্রীরা উত্তর দিনাজপুর জেলার ৩০ তম আন্ত বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা বিভাগে এথেলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে বিদ্যালয়ের সন্মান বৃদ্ধি করায় তার বিদ্যালয়ের মহিলা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।
প্রধান শিক্ষিকা সোমা বাগচী বলেন মোট ৬৭ পয়েন্টস পেয়ে তার স্কুল চ্যাম্পিয়নের মর্যাদা লাভ করে।বিদ্যালয়ের ছাত্রী তিথি মার্ডি অনূর্ধ্ব ১৭ eবিভাগে এবং বিদ্যালয়ের অপর ছাত্রী বাবলি মাহাতো অনূর্ধ্ব ১৯ বিভাগে একক ভাবে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।প্রধান শিক্ষিকা সোমা বাগচী বলেন তার বিদ্যালয়ের ছাত্রীরা ১১ টি প্রথম পুরস্কার, ৩টি দ্বিতীয় পুরস্কার এবং ৩ টি তৃতীয় পুরস্কার পেয়ে জেলায় মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে বিদ্যালয়ের মুখ উজ্বল করেছে বলে জানান।