কালিয়াগঞ্জের বিশিষ্ট খেলোয়াড় তথা বাচিকশিল্পী অনিল বিশ্বাসের মৃত্যুতে কালিয়াগঞ্জে শোকের ছায়া
1 min readকালিয়াগঞ্জের বিশিষ্ট খেলোয়াড় তথা বাচিকশিল্পী অনিল বিশ্বাসের মৃত্যুতে কালিয়াগঞ্জে শোকের ছায়া
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১০ আগস্ট: শনিবার ভোর সাড়ে চারটার সময় রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিং হোমে কালিয়াগঞ্জের বিশিষ্ট ব্যাডমিন্টন খেলোয়াড় তথা বিশিষ্ট বাচিক শিল্পী অনিল বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কালিয়াগঞ্জ শহরে শোকের ছায়া নেমে আসে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
রায়গঞ্জ থেকে অনিল বিশ্বাসের মরদেহ কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোরের বাড়িতে আনলে সবার প্রিয় অনিল বিশ্বাস(কাঠু দা)কে শেষ চোখের দেখা দেখবার জন্য প্রিয়জনদের ভিড় হয়।এর পর অনিল বিশ্বাসের মরদেহ সরকারি নিয়মে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে দান করবার জন্য তার পুত্র শান্তনু বিশ্বাস সেখানে নিয়ে যায়।প্রয়াত অনিল বিশ্বাস(কাঠুদা)এক সময় যেমন ব্যাডমিন্টন খেলায় নাম করেছিল তেমনি বাচিক শিল্পী হিসেবে অনিল বিশ্বাসের(কাঠু) দার প্রচুর ছাত্র ছাত্রী বর্তমানে প্রতিষ্ঠিত।মৃত্যুকালে তিনি তার স্ত্রী,এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।