October 7, 2024

বড়াল প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অভিনব আম উৎসব পালন

1 min read

বড়াল প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অভিনব আম উৎসব পালন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৫ জুলাই:শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গ পুরের বড়াল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আম সম্পর্কে স্বচ্ছ ধারনা দিতে বিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিনব উদ্যোগ গ্রহণ করে। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ ভট্টাচার্য্য বলেন আমরা গতানুগতিক অনুষ্ঠানকে পাশ কাটিয়ে এবার বড়াল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে আম সম্পর্কে স্বচ্ছ ধারনা আনতে আমার মাথায় প্রথম এই চিন্তা ভাবনা আসে।

 

তারপর বিদ্যালয় পরিদর্শকের সাথে আলোচনা সাপেক্ষে আজকে এই সুন্দর অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলা হয়।বিদ্যালয় পরিদর্শক(প্রাথমিক) তানিয়া রুবাইয়া ইসলাম বলেন বড়াল প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ ভট্টাচার্য কে অভিনন্দন যে তিনি বিদ্যালয়ের কচিকাঁচা শিশুদের নিয়ে এমন একটি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেছেন।বিদ্যালয় পরিদর্শক তানিয়া রুবাইয়া ইসলাম বলেন কে বলতে পারে বড়াল প্রাথমিক বিদ্যালয়ের এই কচি কাঁচাদের মধ্য থেকেই ভবিষ্যতের একজন কৃষি বিজ্ঞানী হবেনা?বিদ্যালয় পরিদর্শক বলেন শুধু কালিয়াগঞ্জ নয় এই জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার মশাইরা নুতন নুতন ভাবনায় ভাবিত হয়ে সেই ভাবনার সুগন্ধ কচিকাঁচাদের মধ্যে ছড়িয়ে দিন। যাতে করে ভবিষ্যতে একটু বর হয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই সব আলোচনার সুর ধরে ভবিষ্যতে দেশের উন্নয়নে অংশ গ্রহণ করতে পারে। তিনি বলেন বিদ্যালয়ে আম নিয়ে আলোচনা শিশুমনে যে প্রভাব ফেলবে সেটা নিশ্চিত ভাবে বলা যায়।নানান ধরনের আমের ছবি দিয়ে বিদ্যালয়ের শ্রেনীকক্ষ সাজানোর ফলে অনুষ্ঠানের গ্রহণযোগ্যতা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল।এই উপলক্ষ্যে বিদ্যালয়ের কচিকাঁচাদের মধ্যে আম কোন দেশে প্রথম কে আবিষ্কার করেন? কত প্রকার আম আছে,কোন কোন আমের স্বাদ কেমন,কোন আম দেখতে কেমন সেসব নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে যা এক কথায় অভিনব বলা যেতে পারে।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষিকা এবং গ্রামের অভিভাবক অভিভাবকরাও উপস্থিত হন। হরলাল প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার অভিনব আম উৎসবকে কেন্দ্র করে প্রাথমিক বিদ্যালয় চত্বরে আমগাছের চারা রোপন করেন তানিয়া রুবাইয়া ইসলাম প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক কালিয়াগঞ্জ(১) নম্বর সার্কেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *