শিরদাঁড়া সোজা মানুষকেই রায়গঞ্জের মানুষ এবার ভোট দিবে আর দল বদলুদের নয়, বললেন বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত।
1 min readশিরদাঁড়া সোজা মানুষকেই রায়গঞ্জের মানুষ এবার ভোট দিবে আর দল বদলুদের নয়, বললেন বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত।
তন্ময় চক্রবর্তী ;- মানুষ এবার আর দল বদলুদের ভোট দিবে না। এখানে সাচ্ছা শিরদাঁরা সোজা বাম কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তকেই ভোট দেবে। উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রচারের ফাঁকে এমন কথাই বললেন বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত। তিনি বলেন আওয়াজ উঠেছে রায়গঞ্জে আর দল বদলুদের ভোট নয়। বিধানসভা কেন্দ্রে একটাই আওয়াজ উঠেছে আর দল বদলুদের ভোট নয় শিরদাঁরা সোজা বাম কংগ্রেস জোট প্রার্থী মহিত সেনগুপ্তকে ভোট দেবে।
এই আওয়াজ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উঠেছে। জেতার ব্যাপারে আমি ১০০ তে ১০০%। কাউকেই আমি ফ্যাক্টর মনে করছি না। তিনি বলেন যেভাবে রায়গঞ্জের মানুষ আমার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আছে তাতে আমি অভিভূত । বাম কংগ্রেস জোট প্রার্থী হিসেবে আমি দারুণ সাড়া পাচ্ছি সাধারণ মানুষের।