December 22, 2024

কেকেআরের তৃতীয় আইপিএল খেতাব চিপকেই, বিধ্বস্ত সানরাইজার্স, রাসেলের স্বপ্নপূরণে চুরমার রেকর্ড

1 min read

কেকেআরের তৃতীয় আইপিএল খেতাব চিপকেই, বিধ্বস্ত সানরাইজার্স, রাসেলের স্বপ্নপূরণে চুরমার রেকর্ড

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। ১০ বছর পর ফের কেকেআর দখলে নিল আইপিএল ট্রফি।২০২০ সালের আইপিএল ফাইনালে হারতে হয়েছিল দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। আজ একপেশে ফাইনালে তিনিই প্রথমবার অধিনায়ক হিসেবে আইপিএল খেতাব জিতলেন।টস জিতে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিল। লাল মাটির পিচে বাউন্স, স্যুইং, সিম মুভমেন্টে বিপর্যস্ত হয়ে পড়েন প্যাট কামিন্সের দলের ব্যাটাররা। আইপিএলের ইতিহাসে সর্বাধিক রানের রেকর্ড গড়া সানরাইজার্স এদিন ১৮.৩ ওভারেই গুটিয়ে যায়।প্যাট কামিন্স সর্বাধিক ২৪ রান করেন।

 

 

অভিষেক শর্মা ২, ট্রাভিস হেড ০, রাহুল ত্রিপাঠী ৯, এইডেন মার্করাম ২০, নীতীশ কুমার রেড্ডি ১৩, হেইনরিখ ক্লাসেন ১৬, শাহবাজ আহমেদ ৮, আবদুল সামাদ ৪, জয়দেব উনাদকাট ৪ রান করেন। ভুবনেশ্বর কুমার অপরাজিত থাকেন ০ রানে।আন্দ্রে রাসেল এই প্রথম আইপিএল ফাইনাল খেললেন। ২.৩ ওভারে ১৯ রান দিয়ে নিলেন তিন উইকেট। তিনি এবারের আইপিএলে ১৯ উইকেট নিলেন, যা তাঁর আইপিএল কেরিয়ারে সর্বাধিক। ছাপিয়ে গেলেন ২০২২ সালে ১৭ উইকেট নেওয়ার নজির। মিচেল স্টার্ক ও হর্ষিত রানা নেন ২টি করে উইকেট। বৈভব অরোরা, সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী পেলেন ১টি করে উইকেট।চলতি আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেন বরুণ চক্রবর্তী, তাঁর মোট উইকেটসংখ্যা ২১। শীর্ষে থাকা হর্ষল প্যাটেলের থেকে থামলেন তিন উইকেট দূরে। রাসেল ও হর্ষিত রানার ঝুলিতে ১৯টি করে উইকেট। নারিন ও স্টার্ক নিলেন ১৭টি করে উইকেট। বৈভব অরোরা ১০ ম্যাচে পেলেন ১১ উইকেট।এই পরিসংখ্যানেই স্পষ্ট এবারের আইপিএলে নাইটদের ধারাবাহিকতায় বোলারদের কতটা ভূমিকা ছিল। কেকেআর জয়ের লক্ষ্যে পৌঁছে গেল সহজেই। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সুনীল নারিন ২ বলে ৬ রান করে প্যাট কামিন্সের শিকার হন। এরপর নাইটদের জয় ত্বরান্বিত হলো ভেঙ্কটেশ আইয়ারের ঝোড়ো ব্যাটিংয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *