টুঙ্গিদীঘির বিভিন্ন জনসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকরা আশাহত হয়ে গেরুয়া শিবিরে
1 min readটুঙ্গিদীঘির বিভিন্ন জনসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকরা আশাহত হয়ে গেরুয়া শিবিরে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩১ মার্চ আগামী ২৬ শে এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার মানুষ রায়গঞ্জের নুতন সাংসদ নির্বাচন করতে চলেছে।কালিয়াগঞ্জ শহরের রূপকার তথা ভূমিপুত্র কার্তিক পালকে এবার রায়গঞ্জ লোক সভা কেন্দ্রের বিজেপির প্রার্থী নির্বাচিত করায় উত্তর দিনাজপুর জেলার রশাখাওয়া, টুঙ্গিদীঘি, ডাল খোলার বিভিন্ন এলাকা থেকে বিজেপির প্রার্থী কার্তিক পালের উপর ভরসা করে প্রচুর সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ গেরুয়া শিবিরে যোগ দিচ্ছে।রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল সংখ্যালঘু এলাকায়
গিয়ে তাদের আশ্বস্ত করে বলছে সংখ্যালঘু দের আর কতদিন মিথ্যা প্রতিশ্রুতি দেবে তৃণমূলের মা মাটি সরকারের মুখ্যমন্ত্রী। আপনারা নির্দ্বিধায় গেরুয়া শিবিরে আসুন গেরুয়া তাগের প্রতীক।আপনাদের সুরক্ষা একমাত্র মোদি সরকারই দিতে পারে।আগামীতে তৃণমূল বলে আর কিছু থাকবেনা।বিজেপির রায়গঞ্জের প্রার্থী কার্তিক পালের বিভিন্ন জনসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মত।কার্তিক পাল প্রার্থী হওয়ায় হিন্দু আর মুসলিম শুধু নয় জাতিধর্ম নির্বিশেষে প্রত্যেকেই খুশি যে হয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলেন কার্তিক পাল যে কাজের মানুষ সেটা পরীক্ষা হয়ে গেছে। তিনি দুই বছরের মধ্যে কালিয়াগঞ্জ শহরের এতটাই উন্নয়ন করেছে তা এক বাক্যে সবাই বলে।প্রত্যেকেই সেই উন্নয়নের সুফল আজ পাচ্ছে।আমরা দল চাইনা যে কাজ করবে তাকেই চাই।কালিয়াগঞ্জ আগে কি ছিল আর এখন কি হয়েছে সব মানুষ দেখছে বুঝতে পারছে।তাই ঠিক সময় এর ফল ঘরে তুলতে পারবে কার্তিক পাল।