রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পাল ভোটের প্রচারে নাম সংকীর্তন আসরে করতাল বাজিয়ে আসর জমিয়ে দিল
1 min readরায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পাল ভোটের প্রচারে নাম সংকীর্তন আসরে করতাল বাজিয়ে আসর জমিয়ে দিল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩০ মার্চ: রায়গঞ্জ লোকসভা আসনে ভোটের প্রার্থীর নাম ঘোষণা হতেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মানুষের হৃদয় জয় করতে প্রত্যেকেই বিভিন্ন ভাবে নির্বাচনের মাঠে নেমে পড়েছে।রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল রায়গঞ্জের দেবীতলা নাম সংকীর্তন মঞ্চের আসরে কর তাল বাজাতে বাজাতে আসরে নেমে পড়লে নাম সংকীর্তনের উপস্থিত ভক্তরা বিজেপি প্রার্থী কার্তিক পালকে নিয়ে মঞ্চের চারদিকে ঘুরতে থাকে।
উলুধ্বনি ও শঙ্খ ধ্বনির মাধ্যমে কার্তিক পালকে বরণ করে নেন দেবী তলার মহিলারা।তার সাথে কাশি বাজিয়ে সহযোগিতা করেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বাসুদেব সরকার।বিজেপি প্রার্থী কার্তিক পালের প্রতি মানুষের আবেগ উচ্ছ্বাস দেখে তিনি আপ্লুত হয়ে পরেন।কার্তিক পাল বলেন এই রাজ্যের রাজ্য সরকারের আর এক মুহূর্তের জন্য থাকা উচিৎ নয়।প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি আর দুর্নীতি।এই রাজ্যের সাথে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার মানুষ মুখিয়ে অপেক্ষা করে আছেন সেই ২৬শে এপ্রিলের অপেক্ষায় যেদিন তারা তাদের প্রিয় প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় রায়গঞ্জ আসনটি বিদায়ী প্রধান মন্ত্রীর হাতে তুলে দেবেন বলে কার্তিক বাবু জানান। বিজেপি প্রার্থী তথা কালিয়া গঞ্জের রূপকার কার্তিক পাল বলেন তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই সাধারন মানুষের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছেন।তিনি বলেন ২০১৯ সালে তাদের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী যে লিড নিয়ে ছিলেন রায়গঞ্জ কালিয়াগঞ্জ থেকে তার অনেক বেশি ভোটে লিড নিয়ে জয়ী হব বলেই তার স্থির বিশ্বাস।