চোপড়াকে তৃণমূল দুষ্কৃতীদের স্বর্গ রাজ্যে পরিণত করেছে,বিধায়কের উদ্যোগে আদিবাসীদের উপর চলছে অত্যাচার
1 min readচোপড়াকে তৃণমূল দুষ্কৃতীদের স্বর্গ রাজ্যে পরিণত করেছে,বিধায়কের উদ্যোগে আদিবাসীদের উপর চলছে অত্যাচার
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৮,আগস্ট:পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লক তৃণমূলের দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।তৃণমূলের বিধায়কের নেতৃত্বে সেখানকার চা বাগান থেকে আদিবাসীদের উচ্ছেদের জন্য বহিরাগত দুষ্কৃতীদের সাহায্যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা চোপড়ার কাঠাল বাড়ি আমবাগান চা বাগানের নির্যাতিত আদিবাসীদের এলাকায় গিয়ে সোমবার গিয়েএই কথা বলেন।তিনি বলেন এই চা বাগানে সৃষ্টির সময় থেকে এখানে আনুমানিক ছয়সো আদিবাসী চা শ্রমিকরা কাজ করে।
চোপড়ার তৃণমূলের বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে বহিরাগত দুষ্কৃতীদের এনে আদিবাসীদের উপর অকথ্য অত্যাচার,১২ টি ঘর পুড়িয়ে দেওয়া হয়।এখানেই থেমে থাকেনি দুষ্কৃতিকারীরা।তারা বোমা,গুলির আঘাতে ১২ জন আদিবাসীদের গুরুতর ভাবে আহত করে সাতদিন আগে। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আদিবাসীদের উপর নির্মম অত্যাচার হলেও তিনি এসব দেখেন না।তার নেতৃত্বে পশ্চিমবঙ্গ আজ আগুনের স্তূপের উপর দাড়িয়ে আছে। এ রাজ্যে মমতা ব্যানার্জি একটা শিল্প সবজায়গায় করেছে তা হল বোম শিল্প।দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্টা পুলিশকে উদ্দেশ্য করে বলেন আপনার বাড়িতে মা বোন নেই? বাগানে এসে হামিদুরের হুকুম পালন করেছেন।দেখছেন না আপনার সামনে আদিবাসী গরীব মহিলাদের ছেরা কাপড় পড়ে আছে, পেটে ভাত নেই,দুঃখ হয়না আপনাদের?উর্দি পরে তৃণমূলের তাবেদারী না করে তৃণমূলে নাম লিখিয়ে তৃণমূলের ঝান্ডা ধরবার পরমার্শ দেন।তিনি বলেন আমি দেখবো চোপড়ার চা বাগান থেকে একটি আদিবাসীকে এখান থেকে উচ্ছেদ করতে পারে?তিনি মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে বলেন উনি আদিবাসী শুধু নয় রাজ্যের সংখ্যা লঘু দের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দিচ্ছেনা।একটি সরকারের যাবার সময় কিছু কারন প্রয়োজন হয়।তৃণমূল সরকারের পতনের সময় আগত।সব দিকদিয়ে চরম ব্যার্থ সরকারকে শুধুমাত্র লক্ষীর ভান্ডার রক্ষা করতে পারবেনা বলে রাজু বিষ্টা জানান।