January 9, 2025

মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি হয়েছে এই অভিযোগে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী স্কুলকে শোকজ করল কালিয়াগঞ্জ পৌরসভা।

1 min read

মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি হয়েছে এই অভিযোগে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী স্কুলকে শোকজ করল কালিয়াগঞ্জ পৌরসভা।

:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের কর্তপক্ষকে মিড ডে মিলে ব্যাপক দুর্নীতির অভিযোগে কালিয়াগঞ্জ পৌর সভা শোকজ নোটিশ ধরিয়ে দিল বলে জনা যায়।আগামী তিনদিনের মধ্যে যদি শোকজের সঠিক উত্তর না পাওয়া যায় তাহলে বিদ্যালয় পরিচালন সমিতির বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা গ্রহন করবে বলে পৌর পিতা রাম নিবাস সাহা জানান।কালিয়াগঞ্জ পৌর সভার ফাইন্যান্স অফিসার সমীর মণ্ডল হটাৎ করে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখতে পায় ২২ কেজি চাল ,৪০৬ জন পড়ুয়ার খাবারের জন্য রান্না করছে।

 

এটা কি ভাবে সম্ভব?যেখানে প্রয়োজন ৪০ কেজি চাল।তাহলে কি এই ভাবেই ছাত্রদের প্রয়োজনীয় খাবার না দিয়ে একটি শহরের নামি বিদ্যালয় মিড ডে মিল নিয়ে এমন কাণ্ড ঘটাতে পারে?যদিও বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অমিত সাহা বলেন রকম ধরনের কোন ঘটনা ঘটেনি।এটা বোঝার ভুল মাত্র।বিদ্যালয়ের মিড ডে মিলের খাতা পত্র দীর্ঘদিন ধরে লিখা হয় না।শুধু তাই নয় মিড ডে মিলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিদ্যালয়ের স্টাফের নামে টাকা তোলা হচ্ছে যা কালিয়াগঞ্জ পৌর সভার ফাইন্যান্স অফিসার তার পরিদর্শনের সময় দেখতে পান।যদিও পরিচালন সমিতির সভাপতি অমিত সাহা এসব ঘটনাকে কোন ঘটনাই মনে করছেন না।কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা বলেন কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে একদিন পরিদর্শনে এসে তারা আমাদের কিছু টিপস দিয়েছে মাত্র।দুর্নীতি বলে কোন কিছু হয়েছে আমার জানা নেই বলে প্রধান শিক্ষক জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..