January 9, 2025

গ্রীন সিটির আওতায় ইসলামপুর পৌরসভায় সৌন্দর্যায়নের কাজ চলছে

1 min read

গ্রীন সিটির আওতায় ইসলামপুর পৌরসভায় সৌন্দর্যায়নের কাজ চলছে

গ্রীন সিটির আওতায় ইসলামপুর পৌরসভায় সৌন্দর্যায়নের কাজ চলছে। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন ইসলামপুর শহরের মোট তিনটি রাস্তা কে বেছে নেওয়া হয়েছে একটি নিউটাউন রোড সার্কেল ,অপরটি স্টেশন রোড, ও অপরটি সোনামতি রোডের সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হবে ।গ্রীন সিটি প্রকল্পে এক কোটি একুশ লক্ষ টাকার অনুমোদন দেওয়া হয়েছে সেই মতই ইসলামপুর শহরে সৌন্দর্যায়নের কাজ করা হচ্ছে। তিনি বলেন গ্রীন সিটি প্রকল্প মানে সুন্দর যায়ন।

 

বিভিন্ন জায়গায় ছোট ছোট পার্ক নির্মাণ করা হবে , শহর জুড়ে এলইডি লাইটের লাগানো হবে এতে শহর আরো সুন্দর্য বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন। স্থানীয় বাসিন্দা মকসুদআলম বলেন পৌরসভা এর আগেও অনেক কাজ করেছে ।তার মধ্যে গ্রীন সিটির আওতায় যে শহর জুড়ে লাইভ বসানোর কাজ চলছে তাতে সাধারণ মানুষ ও আমরা অনেক উপকৃত হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..