October 24, 2024

কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার যেন বাজি ব্যাবসায়ীদের তৈরি জতুগৃহ _

1 min read

কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার যেন বাজি ব্যাবসায়ীদের তৈরি জতুগৃহ

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ মে:উত্তর দিনাজপুর জেলার মহেন্দ্রগঞ্জ বাজার একটি বর ব্যাবসায়িক কেন্দ্র হলেও বাজারটি পরিকল্পনাহীন ভাবেই তৈরি হয়েছিল কোন এক সময়ে।বাজারে কোন অঘটন ঘটলে দমকল বাহিনী সময়মত গিয়েও বাজারের ভেতর প্রবেশ করতে পারবেনা রাস্তা প্রশস্ত না থাকার কারনে। মহেন্দ্রগঞ্জ বাজারে বাজির দোকানে আগুন না লাগলেও দশ বছর পূর্বে এই মহেন্দ্রগঞ্জ বাজারের ধলা(মলয়)সাহার বিবেকানন্দ রোডের একটি বাজির গোডাউনে আগুন ধরে বাজির দোকানে বিশাল আকারের বিস্ফোরন ঘটায় ঘটনাস্থলে ১জনের মৃত্যু ও ছয় জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হবার ঘটনা ঘটেছিল।জেল হয়েছিল ধলা(মলয়) সাহার তিন মাস।

 

কিন্তূ তার পরেও এতবড় ঘটনার পরেও অগ্নিনির্বাপনের আজও নেই কোন ব্যাবস্থা।শুধু তাই নয় এতবড় ঘটনা ঘটে যাবার পরেও ধলা (মলয়) সাহা মহেন্দ্রগঞ্জ বাজারের তিনটি বাজির গোডাউনে বাজি মজুত করে বিভিন্ন উৎসবে বাজির ব্যাবসা করেই চলেছে বলে মহেন্দ্রগঞ্জ বাজারের বেশ কিছু ব্যাবসায়ীদের অভিযোগ।তারা বলেন ধলা সাহার বাজির দোকানে উন্নত মানের বাজি ক্রয় করতে আসে বালুরঘাট,রায়গঞ্জ ইসলামপুর এলাকা থেকে বর বর বাজির ব্যাবসায়ীরা। সাধারন মানুষের অভিযোগ মহেন্দ্রগঞ্জ বাজারের পান বাজারের মধ্যে যে বিশাল আকৃতির বাজির গোডাউনে বাজি মজুত করে রাখা হয়েছে তা নিয়ে বাজারের অনেক ব্যাবসায়ীরা সব সময় আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে।

ধলা সাহার বাজির দোকানের বিস্ফোরনের ঘটনায় বাবলু সাহার মৃত্যুর সাথে সাথে অন্য দুইজনের মধ্যে হাসপাতাল পাড়ার ভাস্কর সাহার একটি হাত সম্পূর্ন শেষ হয়ে গেছে।চিকিৎসা করে সর্বশান্ত হবার পর লটারির ব্যাবসা করে দিন চালাচ্ছে।অন্যদিকে মহাদেবপুরের সঞ্জিত দেবশর্মা বাজির গোডাউনে কাজ করার সুবাদে তার দুই হাতের বিভিন্ন অংশে আগুন লাগায় দুই হাতের আঙ্গুল গুলো দিয়ে কোন কাজ করতে যেমন পারেনা তেমনি কানের পর্দা ফেটে গিয়ে কান দিয়ে আর আগের মত শুনতে পায়না।বাজি বিস্ফোরনে নিহত বাবলু সরকারের স্ত্রী কাকলী সরকার বললেন তার স্বামী ২০১৩সালের জুন মাসে বাজির কারখানা বিস্ফোরনে নিহত হলেও দশ দশটি বছর চলে গেলেও তিনি কোন রকম সরকারি আর্থিক সাহায্য আজ পর্যন্ত পায়নি বলে ক্ষুব্ধ হয়ে জানালেন। সাধারন মানুষের চোখ ফাঁকি দিয়ে কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ ছাড়াও বেশ কয়েকটি বাজির গোডাউনে প্রচুর বাজি মজুত থাকলেও এতসব ঘটনা দেখেও বাজি ব্যাবসায়ীদের গোডাউনে প্রশাসনের পক্ষ থেকে কেন হানা দেওয়া হয়না কেন?কালিয়াগঞ্জের কিছু বুদ্ধিজীবীদের বক্তব্য সময় থাকতে সচেতন না হলে ঘটনা ঘটার পর প্রাণ চলেগেলে সচেতন হয়ে কি লাভ?তার আগেই অবিলম্বে প্রশাসন সতর্ক হয়ে নিরীহ মানুষদের কোন ভাবে প্রাণ না যায় সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করুক যদিও কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির সভাপতি শান্তনু দেবগুপ্ত বলেন আমার চাই ব্যাবসায়ীরা অবশ্যই বাজির ব্যাবসা করবে তবে মানুষের জীবনকে বাজি ধরে নয়।আমরা কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতি কোন ভাবেই এই সমস্ত ব্যাবসায়ীদের কোন ভাবেই সমর্থন করবেনা বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা এক সাক্ষাৎকারে বলেন যে কোন ঘনবসতি স্থানে কোন ভাবেই বাজির গোডাউন রাখা উচিৎ নয়।খুব শীগ্রই যাতে কালিয়াগঞ্জ শহরের ঘন বসতিপূর্ন স্থান থেকে বাজির কারখানা সরিয়ে নেবার ব্যাবস্থা পুলিশের সহযোগিতায় আমার করবো বলে জানান।

7 thoughts on “কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার যেন বাজি ব্যাবসায়ীদের তৈরি জতুগৃহ _

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *