January 9, 2025

নামের উৎস সন্ধানে রাজকুমার জাজোদিয়া উত্তর বঙ্গের গর্ব

1 min read

নামের উৎস সন্ধানে রাজকুমার জাজোদিয়া উত্তর বঙ্গের গর্ব

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৩এপ্রিল: ইতিহাস সন্ধানী উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জের বাসিন্দা রাজকুমার জাজোদিয়া গাভাসিয়ে দেন প্রতিটি জিনিসের নামের উৎস সন্ধানের প্রশ্নের খোঁজে।যদিও নামের উৎস সন্ধানী রাজকুমার জাজোদিয়া মনে করেন নিজেকে ইতিহাস সন্ধানী পরিচয় দিতেই।রাজকুমার জাজোদিয়া সদস্য পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ,কলকাতা এবং ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস দিল্লী এবং সাহিত্য সংস্থা প্রতীতির সাথেও তিনি যুক্ত।রাজকুমার জাজোদিয়া লেখা লেখির সাথে যুক্ত হয়েছিলেন বন্ধুবর প্রয়াত লেখক ও সাংবাদিক ধনঞ্জয় রায়ের হাত ধরে।তার প্রথম লিখা উত্তরবঙ্গের মারোয়ারি সমাজ।রাজ্যের বিভিন্ন দৈনিক সংবাদপত্রে প্রায় দিনই নামের উৎস সন্ধানী রাজকুমার জাজোদিয়ার নামের উৎস বিষয়ক লিখা সাধারন

পাঠকদের বিশেষ ভাবে নানান বিষয়ে সমৃদ্ধ করে থাকে। যেমন অঙ্গ, বঙ্গ,গঙ্গা,কলিঙ্গ, পুণ্ড্র,কর্ণসুবর্ণ,বরেন্দ্রভূমি,তেমনি আবার ভারতের নামের ইতিহাস খুঁজতে গিয়ে বিভিন্ন রাজ্যের নামের ইতিহাস অনুসন্ধান করে বিভিন্ন পত্র পত্রিকায় তা প্রকাশ হবার ফলে সাধারন মানুষ অনেক কিছুই জানতে পারে।এসব ছাড়াও নামের উৎসসন্ধানি রাজকুমার আদিবাসী সৃষ্টকথা, রামকেলী, অব্দের সূচনা ০দিয়ে নয় ১ দিয়ে হয়, ফুটবলে ১১ জন খেলোয়াড় কেন,বিয়ের সূচনার মুল উৎস খুঁজে বের করে পাঠকদের অজানার তৃষ্ণা মিটিয়ে থাকেন।নামের উৎস সন্ধানী রাজকুমার জাজোদিয়ার শিক্ষা কালিয়াগঞ্জ মহাদেব হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের পরে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে থেকে ১৯৬৯ সালে বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক ১৯৭২ সালে রায়গঞ্জ মহাবিদ্যালয় থেকে স্নাতক হন।পরবর্তীতে রাজকুমার জাজোদিয়া পৈত্রিক ব্যাবসার সাথে যুক্ত হন।রাজকুমার জাজোদিয়া শিলিগুড়ি উত্তরবঙ্গ নাট্য জগৎ সহ বেশ কিছু সাহিত্য সন্মান ইতিমধ্যেই তার ঝুলিতে আনতে পেরেছেন।আগামী দিনেও নামের উৎস সন্ধানী রাজকুমার জাজোদিয়া যে পুরস্কার তার ঝুলিতে আনবেন সেটা নিশ্চিত ভাবেই বলা যায়।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নামের উৎস সন্ধানী শুধু কালিয়াগঞ্জ,বা উত্তর দিনাজপুর নয় তিনি সমগ্র উত্তর বঙ্গের মানুষের কাছে আমাদের গর্ব।উৎস সন্ধানী রাজকুমার জাজোদিয়া আগামী দিনে অনেক নূতন নূতন তথ্য এ রাজ্যের মানুষের সামনে তুলে ধরে পাঠক পাঠিকাদের সমৃদ্ধ যে করবেন তা নিশ্চিত ভাবেই বলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..