January 7, 2025

অবশেষে বেসরকারি বিমা কোম্পানিকে জরিমানা,স্মৃতি বিশ্বাস ও তার পরিবারকে ক্রেতা সুরক্ষা আদালতের মাধ্যমে ২লক্ষ ৫৫ হাজার টাকা পাবার নির্দেশ

1 min read

অবশেষে বেসরকারি বিমা কোম্পানিকে জরিমানা,স্মৃতি বিশ্বাস ও তার পরিবারকে ক্রেতা সুরক্ষা আদালতের মাধ্যমে ২লক্ষ ৫৫ হাজার টাকা পাবার নির্দেশ

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ এপ্রিল:বুধবার উত্তর দিনাজপুর ক্রেতা সুরক্ষা আদালতে রুবি আচার্য্য,দেবাশীষ হালদার এবং স্বপন কুমার রায়ের এজ লাসে বেসরকারি জীবন বীমা কোম্পানিকে মোটা টাকার জরিমানা ধার্য করে রায়গঞ্জের বাসিন্দা স্মৃতি রায় ও তার পরিবার উত্তর দিনাজপুর ক্রেতা সুরক্ষা আদালত থেকে প্রকৃত বিচার পাওয়ায় স্মৃতি রায় ও তার হত দরিদ্র পরিবার বিচার পেয়ে প্রচন্ড খুশি।

 

খবর নিয়ে জানা যায় ২০১৮ সালের মার্চ মাসের ৮তারিখে রায়গঞ্জের বাসিন্দা শচিদানন্দ বিশ্বাস একটি বেসরকারি জীবন বীমা সংস্থায় জীবন বীমা পলিসি করেন।সচিদানন্দ বিশ্বাস ছয় মাস পর পর তিনি বীমার প্রিমিয়াম দেবার এগ্রিমেন্ট করে একটি পলিসি করেন।বছরের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় প্রিমিয়াম দেবার সময় নির্ধারিত থাকলেও তিনি সেই প্রিমিয়াম দিতে পারেন নি।অবশেষে ঐ বছরের ১০ই সেপ্টেম্বর সচিদানন্দ বিশ্বাস প্রয়াত হন।স্বামীর মৃত্যুর পর মৃতের স্ত্রী স্মৃতি সহ স্বামীর জীবন বিমার প্রিমিয়ামের টাকা ফেরত নেবার জন্য বিম কোম্পানির দ্বারস্থ হন।

 

কিন্তু মৃতের পরিবারদের জীবন বীমা কোম্পানির কর্তিপক্ষ জানিয়ে দেন কোন ভাবেই জীবন বীমার প্রিমিয়ামের টাকা ফেরত দেওয়া সম্ভব নয়।এই কথা শোনার পর মৃতের পরিবার অবশেষে উত্তর দিনাজপুর ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন।জানা যায় অভিযোগকারীদের আইনজীবি ছিলেন দুই জন।প্রতিষ্ঠিত আইনজীবি ছিলেন জয়ন্ত ব্যানার্জী এবং অমৃত সরকার ।জয়ন্ত ব্যানার্জী এই প্রতিবেদককে বলেন খুব দুর্ভাগ্যজনক ঘটনা।মৃতের পরিবারদের সেই বেসরকারি জীবন বীমা কোম্পানি পরিষ্কার ভাবেই জানিয়ে দিয়েছিল মৃতের নামে যে জীবন বীমা পলিসি ছিল সেটি নষ্ট হয়ে গিয়েছিল।তাই সেই পলিসি থেকে কোন সুযোগ সুবিধা পাওয়া যাবেনা। কিন্তূ আইনজীবি জয়ন্ত ব্যানার্জী বলেন তারা আদালতে প্রমাণ করে দিতে পেরেছেন মৃতের পলিসি থেকে আর্থিক সুবিধা অবশ্যই পাওয়া যাবে।প্রিমিয়াম দেবার নির্ধারিত সময় পেরিয়ে যাবার পরেও একমাস সময় পাওয়া যায়।বেসরকারি বীমা কোম্পানিটি আমার মক্কেলকে নাজ্যা পাওনা থেকে বঞ্চিত করবার একটা চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত তা ধোপে টেকেনি বলে আইনজীবি জয়ন্ত ব্যানার্জী জানান।: অবশেষে সত্যের জয় হয় ক্রেতা সুরক্ষা আদালতের বিচারক দেবাশীষ হালদার,বিচারক রুবি আচার্য্য এবং স্বপন কুমার রায়ের এজলাসে।বুধবার বিচারকরা আগামী একমাসের মধ্যে আমার হত দরিদ্র মক্কেলের হাতে ২ লক্ষ ৫৫হাজার টাকা পৌঁছে যায় তার ব্যাবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয় বলে আইনজীবি জয়ন্ত ব্যানার্জী জানান।আইনজীবি জয়ন্ত ব্যানার্জী বলেন সত্যের জয় হবেই।আমরা তার অপেক্ষায় সব সময় থাকি।

 

6 thoughts on “অবশেষে বেসরকারি বিমা কোম্পানিকে জরিমানা,স্মৃতি বিশ্বাস ও তার পরিবারকে ক্রেতা সুরক্ষা আদালতের মাধ্যমে ২লক্ষ ৫৫ হাজার টাকা পাবার নির্দেশ

  1. Hey I know this is off topic but I was wondering if you knew of
    any widgets I could add to my blog that automatically tweet
    my newest twitter updates. I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with something like this.
    Please let me know if you run into anything. I truly
    enjoy reading your blog and I look forward to your new updates.

  2. It’s a shame you don’t have a donate button! I’d most certainly donate to this superb blog!

    I suppose for now i’ll settle for book-marking and adding your RSS
    feed to my Google account. I look forward to brand new updates and will share this site with my Facebook group.
    Chat soon!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *