January 7, 2025

কালিয়াগঞ্জে পঞ্চায়েত নির্বাচনের পারদ ঊর্ধ্বমুখী,তৃণমূলের প্রচারে আসছেন যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ_

1 min read

কালিয়াগঞ্জে পঞ্চায়েত নির্বাচনের পারদ ঊর্ধ্বমুখী,তৃণমূলের প্রচারে আসছেন যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ এপ্রিল:পঞ্চায়েত নির্বাচন ঘোষণা না হতেই কালিয়াগঞ্জ ব্লকের নির্বাচনী পারদ চর চর করে উপরে উঠতে শুরু করেছে। গত কাল বুধবার কালিয়াগঞ্জ শহরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা জবাব দিতে সম্ভবত আগামী রবিবার ১৬ ই এপ্রিল কালিয়াগঞ্জ শহরের রানিং বুলেট ক্লাব ময়দানে যুব।তৃণমূল সভাপতি সায়নী ঘোষ জ্বালাময়ী ভাষন দেবার জন্যই সম্ভবত আসছেন।ইতিমধ্যেই সায়নীর জনসভাকে কেন্দ্র করে তৃণমূল দলের মধ্যে তৎপরতা চোখে পড়ার মত।গত বুধবার রাজ্যের বিরোধী দল নেতা যে চড়া সুরে পিসি ভাইপোকে আক্রমন করেছে শুধু তাই নয় উত্তর দিনাজপুর জেলার ডাল খোলার তৃণমূলের প্রাক্তন পৌর পিতা সুভাষ গোস্বামী এবং বাম দলের প্রাক্তন পৌর পিতা হিমাদ্রী মুখার্জী যে ভাবে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপি দলে যোগ দিলেন তাতে করে শাসক দলের সামনে যে ঝড়ের সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা।তাই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হোক বা না হোক তৃণমূলের ভাঙ্গন ঠেকাতে উত্তর দিনাজপুর জেলার শাসক দল নরে চড়ে বসতে শুরু করেছে।

শুধু বিজেপি দলই তৃণমূলের শত্রু নয় এবারের নির্বাচন হতে চলেছে তৃণমূল ভার্সেস রাজ্যের বিরোধী দল গুলো।আসলে কালিয়াগঞ্জে এসে উত্তর দিনাজপুর জেলার ডাল খোলায় তৃণমূলের ভাঙ্গনের খেল দেখানোয় তৃণমূল দলে যে ভাঙ্গনের বড় আতঙ্ক দেখা দিয়েছে তা তৃণমূলের ছোট থেকে বড় নেতারাও ভাবা শুরু করেছে।তাই তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষকে দিয়ে শুরু করেই তৃণমূলের চমক শেষ হবেনা বলে জানা যায়।

 

তৃণমূল সূত্র থেকে জানা যায় সায়নী ঘোষের জনসভায় লোকের ভিড় জমাতে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা। তবে আগামী ১৬ ই এপ্রিলের সায়নীর জনসভাকে শুভেন্দু অধিকারীর পাল্টা জনসভা ব্বলতে নারাজ তৃণমূলের ব্লক সভাপতি নিতাই বৈশ্য।তিনি বলেন শুভেন্দু অধিকারীর কোন গুরুত্ব তাদের কাছে নেই।তাদের সামনে এখন একটাই লক্ষ কিভাবে তৃণমূল দল কালিয়াগঞ্জ ব্লকের,৮ টি গ্রাম পঞ্চায়েত,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ৩টি আসনের মধ্যে তিনটিই লক্ষ করা যায় সেটাই মূল লক্ষ।

2 thoughts on “কালিয়াগঞ্জে পঞ্চায়েত নির্বাচনের পারদ ঊর্ধ্বমুখী,তৃণমূলের প্রচারে আসছেন যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *