কালিয়াগঞ্জএ শুভেন্দুর সভাতে থাকছে কি বড় চমক ? বিজেপির সভাপতি বললেন ,কাল কিসি নে দেখা,চমক তো থাকবেই
1 min readকালিয়াগঞ্জএ শুভেন্দুর সভাতে থাকছে কি বড় চমক ? বিজেপির সভাপতি বললেন ,কাল কিসি নে দেখা,চমক তো থাকবেই
তন্ময় চক্রবর্তী শহর জুড়ে একটাই আলোচনা আগামীবার ১২ ই এপ্রিল কালিয়াগঞ্জে আসছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই একদিকে যেমন বিজেপি কার্যকর্তাদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে তেমনি অন্য দিকে তৃণমূল শিবিরে চাপা আতঙ্ক শুরু হয়ে গিয়েছে। তার একটি মাত্র কারণ শুভেন্দু অধিকারী একটা সময় শাসক দল অর্থাৎ তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করছিলেন। উত্তর দিনাজপুর জেলা জুড়ে। তাই শাসকদলের ছোট-বড় মেঝো সব স্তরে নেতাদের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক ছিল খুবই মধুর।
কিন্তু দল পরিবর্তন করে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে গেলেন এবং রাজ্যের বিরোধী দলনেতা হলেন তখন থেকে রাজ্যের শাসক দলের প্রধান শত্রু হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী।এই পরিস্থিতিতে দাড়িয়ে আজ যখন শিক্ষা দপ্তরের দুর্নীতি সহ নানান কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে রাজ্যের শাসক দল ঠিক সেই সময় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে আসছেন শাসক দলের রক্ত চাপ বাড়াতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।আর তাই বিরোধী দলনেতার এই আগমন কে ঘিরে স্বভাবতই কালিয়াগঞ্জ এর সাধারন মানুষের প্রশ্ন ওই দিন কালিয়াগঞ্জ এ কি কিছুর পরিবর্তনের আশ্বাস দিবেন ? নাকি শুভেন্দু অধিকারী, তার নিজস্ব স্বভাব ভঙ্গিতে অন্যান্য জায়গাগুলোর মতন করে শুধুমাত্র বক্তৃতা দিয়ে চলে যাবেন।
এই নিয়ে প্রশ্ন উঠেছে।এদিকে বিশ্বস্ত সূত্রে খবর ইতিমধ্যে কালিয়াগঞ্জ পৌরসভার কয়েকজন কাউন্সিলরের উপর শাসক দলে নেতারা এখন থেকেই নজর রাখতে শুরু করে দিয়েছে।তবে যাই হোক না কেন শুভেন্দু অধিকারীর সভার জন্য কালিয়াগঞ্জ এ তৃণমূল কংগ্রেস যে যথেষ্ট চিন্তিত তা আর বলার অপেক্ষা রাখে না।
এদিকে আজ সভার প্রস্তুতি কেমন হচ্ছে সর জমিনে খতিয়ে দেখতে এসে হাজারো জল্পনার মাঝে আরেকটু উস্কে দিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার। তাকে প্রশ্ন করা হয় ১২ তারিখে শুভেন্দু অধিকারীর সভাতে কি কোন চমক থাকবে। তিনি পরিষ্কার ভাষায় মুচকি হেসে বলেন চমক তো অবশ্যই থাকবে ।তিনি হিন্দি তে একটি প্রবাদ বাক্য কে স্মরন করিয়ে দিয়ে বলেন, কাল কিসনে দেখা। কাল তো কেউ দেখে নি।তাই সেই প্রতীক্ষিত 12তারিখ কি হবে সেই শহরের অলিগলি চায়ের দোকানে একটাই আলোচনা শুভেন্দু অধিকারীর সভা যখন কালিয়াগঞ্জ এ হচ্ছে তখন নিশ্চয় চমক দেখাবে বিজেপি।
Sei to kotha dada kal kisne dekha
I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to look at new information on your blog.
New Crypto Arbitrage Strategy | 20% profit in 10 minutes | Best P2P Cryptocurrency Trading Scheme +1200$ profit in 10 minutes https://cos.tv/videos/play/43784613877027840