ধূপগুরিতে চিলারায় কারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর স্পোর্টস কারাটে একাডেমির ছাত্র ছাত্রীদের জয়জয়কার
1 min readধূপগুরিতে চিলারায় কারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর স্পোর্টস কারাটে একাডেমির ছাত্র ছাত্রীদের জয়জয়কার
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩ এপ্রিল: উত্তরবঙ্গের ধূপগুরিতে গ্লোবাল শোতোকান কারাটে অ্যাসোসিয়েশন,জলপাইগুড়ির উদ্যোগেবিশ্ববীর চিলা রায় ইনভাইটেশনাল কারাটে চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা গত ২রা এপ্রিল অনুষ্ঠিত হয়।এক সাক্ষাৎকারে শিষণ শিবু কর্মকার,সম্পাদক তথা চিফ ইন্সট্রাক্টর জানালেন গত ২রা এপ্রিল একদিনের এই করাটে প্রতিযোগিতায় জলপাইগুড়ি, আসাম,আলিপুরদুয়ার,নেপাল এবং বাংলাদেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
শিশন শিবু কর্মকার,সম্পাদক তথা চিফ ইন্সট্রাক্টর বলেন প্রতিযোগিতায় তাদের উত্তর দিনাজপুর স্পোর্টস কারাটে একাডেমির মোট ২৬ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করে।যায় মধ্যে ২৫ জন ছাত্র ছাত্রী ৩৬ টি বিভিন্ন স্তরের পুরস্কার পায় বলে জানান।যার মধ্যে সোনা _১৩,রুপা _১০ এবং ব্রোঞ্জ পায় ১৩ টি।উত্তর দিনাজপুর স্পোর্টস কারাটে একাডেমির প্রধান প্রশিক্ষক শিষণ শিবু কর্মকার বলেন তাদের ছেলে মেয়েরা যে ফলাফল করেছে তা আগামী দিনে তাদের উৎসাহ বৃদ্ধি করতে সহায়তা করবে।তবে আগামীতে আরো ভালো ফলাফল করতে হবে বলে একজন প্রশিক্ষক হিসাবে মনে করেন। উত্তর দিনাজপুর স্পোর্টস কারাটের ছাত্র ছাত্রীদের অভিভাবকরা জানান তাদের ছেলেমেয়েরা যতটুকু শিখেছে তার সমস্ত কৃতিত্ব তারা প্রধান প্রশিক্ষক সিষণ শিবু কর্মকারকে দিতে চান। কারন তিনি ছাড়া এসব চিন্তা ভাবনা করা আমাদের কোন ভাবেই সম্ভব ছিলনা বলে জানান।
I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to look at new information on your blog.