December 21, 2024

কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে পাঁচ দিন ধরে তারক ব্রহ্ম মহা নাম সংকীর্তনে মানুষের ঢলে বৃন্দাবন ধামের রূপ

1 min read

কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে পাঁচ দিন ধরে তারক ব্রহ্ম মহা নাম সংকীর্তনে মানুষের ঢলে বৃন্দাবন ধামের রূপ

 

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১০ ফেব্রুয়ারি: উত্তর দিনাজপুর জেলার কলিয়াগগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির উদ্যোগে ৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় তারক ব্রহ্ম মহা নাম যজ্ঞ মহা নাম সংকীর্তন। তারক ব্রহ্ম মহা নাম সংকীর্তন অনুষ্ঠানের পূর্বে সমগ্র কালিয়াগঞ্জ শহরে মহাপ্রভুর পাদুকা সহযোগে মায়াপুর থেকে বিদেশি ধর্ম প্রা না মহিলা ও পুরুষের দল শোভা যাত্রায় অংশ গ্রহণ করে। তারক ব্রহ্ম মহা নাম যজ্ঞ সংকীর্তনের অনুষ্ঠানে প্রতিদিন হাজার হাজার মানুষের ঢলে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণ যেন বৃন্দাবন ধামের চেহারা নেয়।

কালিয়াগঞ্জ ৬৪প্রহর নাম যজ্ঞ সমিতির সভাপতি সুনীল সাহা বলেন গত পাঁচ দিন ধরে যে পরিমাণে ভক্তরা জেলা তথা জেলার বাইরে থেকে আসছে কল্পনার বাইরে। সংগঠনের সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন কালিয়াগঞ্জ তথা কালিয়াগঞ্জের বাইরের জেলা থেকে আসা বিশিষ্ট নাম সংকীর্তনের দল সারাদিন সারা রাত নাম সংকীর্তন গেয়ে চলেছে।চলবে আরো তিন দিন। প্রতিদিন কালিয়াগঞ্জ তথা জেলার বিশিষ্ট জনেরা নিয়মিত মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণে এসে পুজোদিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি আদিবাসী কীর্তনের দলের মহিলা সদস্যরা মাথায় সু উচ্চ কলস নিয়ে যে অসাধারন নৃত্য শৈলী দেখিয়েছে তা দেখে হাজার হাজার ভক্তরা উচ্ছশিত প্রশংসায় পঞ্চমুখ।

41 thoughts on “কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে পাঁচ দিন ধরে তারক ব্রহ্ম মহা নাম সংকীর্তনে মানুষের ঢলে বৃন্দাবন ধামের রূপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *