কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের দুইদিন ব্যাপী ৬৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন_
1 min readকালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের দুইদিন ব্যাপী ৬৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৯ ফেব্রুয়ারি: বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের দুইদিন ব্যাপী ৬৩ তম প্রতিষ্ঠা দিবস বুধবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়।প্রথম দিন বুধবার বিদ্যালয়ের ৪৭ তম অভিভাবক,অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও শিক্ষানুরাগী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত হন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়,প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রসূন কুমার দত্ত,জেলা আহ্বায়ক মাধ্যমিক পরীক্ষা এবং পঙ্কজ সাহা বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক বিমল সেন, সুশীল রঞ্জন সাহা প্রাক্তন শিক্ষা কর্মী। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কমল ঘোষ,উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বর্মা বলেন দুই দিনের বিদ্যালয়ের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানের পর পুরস্কার বিতরণ করা হয়।
бесплатный секс чат онлайн Click Here:👉 https://rt.beautygocams.com/
promo code 1xbet Click Here:👉 https://www.lafp.org/includes/pages/1xbet-promo-code-1xbet-bonus.html