পায়রাদের জন্য রেলস্টেশনে হাজির কৃষ্ণ দা
1 min readপায়রাদের জন্য রেলস্টেশনে হাজির কৃষ্ণ দা
শান্তি ও সম্প্রীতির বাহক পায়রাদের জন্য রেলস্টেশনে হাজির কৃষ্ণ দা। যার পুরো নাম কৃষ্ণ বিশ্বাস। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রেলস্টেশন সংলগ্ন স্থানে তার চায়ের দোকান। সেই কৃষ্ণ বাবু র এক অভিনব উদ্যোগ। রোজ খুব সকালে দোকান খোলেন তিনি।
দোকান খোলার পরে তার প্রথম কাজ পায়রাদের ডেকে ডেকে খাবার খাওয়ানো। এ যেন এক রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে। এখন আর পায়রাদের ডেকে আনতে হয় না রোজ সকালে নির্দিষ্ট স্থানে এসে হাজির হয় তারা। আর তাদের ডাকে কৃষ্ণ বাবু ও প্যাকেটের খাবার ভোরে সেখানে হাজির হন।বাজরা , চাল সহ নানান রকমের শস্য দানা ছড়িয়ে দেন তিনি। তার গা ঘেঁষে ঘুরে ঘুরে তার খাবারগুলো খায় পায়রার দল। কৃষ্ণ বাবু জানিয়েছেন রোড ৪০ থেকে ৫০ টাকা খরচ করে তিনি এই ব্যবস্থা করেন। খানিকটা নেশার টানে এই কাজ করে থাকেন তিনি। তাদের খাইয়ে সকালটা বেশ সুমধুর অনুভূত হয় বলে জানিয়েছেন কৃষ্ণ বাবু। বর্তমানে বিভিন্ন সময় চতুর্দিকে যখন নানান পশুপাখি পাচারের ঘটনার সামনে আসছে তখন কৃষ্ণ বাবুর এই পশুপ্রেম যেন নজির তৈরি করেছে। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত স্তরের মানুষজন।