January 8, 2025

গ্যাস দিয়ে চলছে পাম্পসেট এতে লাভবান হবেন চাষিরা

1 min read

গ্যাস দিয়ে চলছে পাম্পসেট এতে লাভবান হবেন চাষিরা

 

 রাকেশ রায় ঃ- গ্যাস দিয়ে চলছে পাম্পসেট এতে লাভবান হবেন চাষিরা।চোপড়া ব্লকের মজিফুল ইসলাম এই পদ্ধতিতে পাম্প সেট চালিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা না করেও মনের জোরে বানিয়ে ফেললেন গ্যাসের মাধ্যমে পাম্পসেট চালানোর পদ্ধতি । যে ভাবে দিনের পর দিন তেলের দাম বাড়ছে এতে সমস্যায় পড়েছে অনেক চাষি। ঠিক তেমনি চাষবাস করতে সমস্যায় পরতে হচ্ছিল চোপড়া ব্লকের ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের মিলিক পাড়া এলাকার বাসিন্দা চাষি মজিফুল ইসলাম কে ।

 

নিজের কথা ও অন্যান্য চাষিদের কথা ভেবে গ্যাস দিয়েই জলের পাম্পসেট তৈরি করে ফেলে তাক লাগিয়ে দেন মজিফুল ইসলাম। এখন দিব্বি নিজের জমি ও এলাকার চাষিদের জমিতে সেই পাম্পসেট দিয়ে জমিতে জল দিচ্ছেন। এতে খরচ পড়ছে সামান্য। মাত্র ২০ টাকা খরচে ঘন্টায় জল দিচ্ছে জমিতে। যেখানে তেল দিয়ে ঘন্টা খরচ পরত প্রায় ১২০ টাকা। মজিফুল ইসলাম এই নতুন আবিষ্কার দেখে অন্যান্য চাষিরা জয়জয়কার করছে তার। শুধু তাই নয় গ্যাস দিয়ে পাম্পসেট চালানোর কথা ভাবছেন অন্যান্য চাষিরা।মজিফুল ইসলাম জানিয়েছেন, তিনি দিল্লিতে কাজ করতেন। তখন তিনি দেখতে পান অন্যান্য যানবাহন গুলি গ্যাসের মাধ্যমে চলছে। সেখান থেকে তিনি বাড়ি ফেরার পর নানান জিনিসপত্র তৈরি করার চেষ্টা করেছেন। এর আগেও তিনি গ্যাসের মাধ্যমে আস্ত একটা বাইক বানিয়ে ফেলেন। সেই বাইকে এক লিটার গ্যাস দিয়ে প্রায় ১৬০ থেকে ১৭০ কিলোমিটার পথ যাওয়া যেত। সেখানে তিনি থামেননি। এবার তৈরি করে ফললেন গ্যাস দিয়ে পাম্পসেট কিভাবে চলবে। মাত্র ১৫ দিনের প্রচেষ্টা গ্যাসের মাধ্যমে তৈরি করে ফেলেন পাম্পসেট। এখন দিব্বি জমিতে জল দিয়ে চাষবাস করছেন মজিফুল ইসলাম নামে ওই চাষি। শুধু তাই নয় অন্যান্য চাষিরাও এখন মজিফুলের কাছ থেকে মেশিনটি ভারা নিয়ে জমিতে জল দিচ্ছেন। একদিকে নিজের খরচ উপার্জনের পাশাপাশি অন্যান্য চাষিদেরও খরচ বাচবে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..