October 23, 2024

কুন্তল ঘোষের বাড়িতে টেটের OMR শিট! পর্ষদকে তীব্র ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের

1 min read

কুন্তল ঘোষের বাড়িতে টেটের OMR শিট! পর্ষদকে তীব্র ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের

 প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত যুব তৃণমূলনেতা কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে হালের ২০২২ -এর ডিসেম্বরে হওয়া টেট-এর ওএমআর শিট। মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ডের ফোটোকপিও। এদিন তা নিয়েই তীব্র প্রতিক্রিয়া জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।সোমবার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় বলেন, “কুন্তল ঘোষের বাড়িতে টেটের OMR শিট, অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে! কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে? কী হচ্ছে এটা?”এর পরেই সরাসরি পর্ষদকে বিচারপতির প্রশ্ন, “কারা বসে রয়েছে পর্ষদে? কী করে হয় দুর্নীতি? কাউকে রেয়াত করা হবে না। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টা কখনওই বরদাস্ত করা হবে না।”যদিও, প্রাথমিক শিক্ষা পর্ষদ এদিন আদালতে দাবি করে, “আমাদের তরফে কোনও খামতি নেই। আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।” আদালতে পর্ষদের আইনজীবী জানিয়েছেন, পর্ষদ পরীক্ষার্থীদের OMR শিটের একটা কপি দেয়।

 

তার কারণ, যখন ফলাফল বেরোয় তখন যাতে প্রার্থীরা তাঁদের উত্তর যাচাই করে নিতে পারেন। কোনও প্রার্থী যদি এগুলি জেরক্স করে কাউকে দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে পর্ষদের কিছু করার থাকে না বলে আদালতে সওয়াল করেন পর্ষদের আইনজীবী।১০ দিন হল ইডি হেফাজতে রয়েছেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। চলছে জেরা। এরই মাঝে চাঞ্চল্যকর নথির সন্ধান পেয়েছে ইডি। সূত্রের দাবি, ২০২২ সালের ১১ ডিসেম্বর হওয়া টেট-র ওএমআর শিট বা উত্তরপত্রের ফোটোকপি মিলেছে কুন্তলের ফ্ল্যাট থেকে। যা রীতিমতো ভাবাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের।ইডির দাবি, ২০২২ এর ডিসেম্বরে হওয়া টেট-এর ১৮৯ জন টেট পরীক্ষার্থীর ওএমআর শিটের কার্বন কপির ফোটোকপি এবং অ্যাডমিট কার্ডের ফোটোকপি পাওয়া গিয়েছে কুন্তলের ফ্ল্যাট থেকে। প্রশ্ন উঠছে, এগুলো কী ভাবে এল কুন্তলের কাছে? তাহলে কি এত ধরপাকড়ের পরেও সক্রিয় রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি চক্র?এদিন ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বেগপ্রকাশ করতে দেখা যায় বিচারপতি গঙ্গোপাধ্য়ায়কে। তিনি বলেন, “কিছু লোকজন এখনও চাকরি বিক্রির চেষ্টা করছে। আর কিছু লোক তাদের আড়াল করার।” কুন্তল ঘোষের ফ্ল্যাটে যে ১৮৯ জনের ওএমআর শিট পাওয়া গিয়েছে, তাঁদের রোল নম্বর ইডি-র কাছে জানতে চেয়েছেন বিচারপতি।প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করেই সামনে এসেছে এই কুন্তল ঘোষের নাম। তাঁর বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে ১৯ কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *