ডালিমগাও হাই স্কুল ময়দানে জুনিয়ার খো খো প্রতিযোগিতা
1 min readডালিমগাও হাই স্কুল ময়দানে জুনিয়ার খো খো প্রতিযোগিতা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১ নভেম্বর:উত্তর দিনাজপুর জেলার ডালিমগাও উচ্চ বিদ্যালয়ে আগামী ৬ই নভেম্বর উত্তর দিনাজপুর জেলা খো খো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং সমস্ত খো খো খেলোয়াড়দের ব্যাবস্থাপনায় এক দিনের একটি খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে বলে জানালেন উত্তর দিনাজপুর জেলা খো খো অ্যাসোসিয়েশনের সম্পাদক বরুণ দাস।
তিনি বলেন কালিয়াগঞ্জ ব্লকের খো খো খেলোয়াড়দের প্রচন্ড উৎসাহের কারনেই এই খেলা অনুষ্ঠিত হতে চলেছে।খেলা শুরু হবে সকাল ৯ টা।থেকে।অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা যায়।
👉 The AI Content Generator Everyone Should Be Using :). Click Here:👉 https://stanford.io/3FXszd0