শান্তিনিকেতন দেখে খুশি দেশের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত
1 min readশান্তিনিকেতন দেখে খুশি দেশের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত
শান্তিনিকেতন দেখে খুশি দেশের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত।আজ তিনি একদিনের সফরে শান্তিনিকেতনে আসেন। বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী তাকে শান্তিনিকেতন ঘুরিয়ে দেখান।রবীন্দ্রনাথের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।স্বস্ত্রীক তিনি রথীন্দ্র অতিথিগৃহে ওঠেন। পরে রবীন্দ্রভবন সংগ্রহশালা ঘুরে দেখেন তিনি৷ শান্তিনিকেতন ঘুরে দেখে আপ্লুত প্রধান বিচারপতি। যান সোনাঝুরির হাট ,আমার কুঠির সহ নানান জায়গা।
দেশের শীর্ষ আদালতের ৪৯ তম বিচারপতি হলেন উদয় উমেশ ললিত। এই বছরের আগস্ট মাসেই রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক দ্রৌপদী মুর্মুর তাঁকে শপথ বাক্য পাঠ করান৷তিনি রবীন্দ্রভবন সংগ্রহশালা ঘুরে দেখেন৷ এখানেই কবিগুরুর নোবেল পদলের রেপ্লিকা সহ তাঁর ব্যবহৃত সামগ্রী, বহু লেখনি, ছবি, স্মৃতি রয়েছে। রবীন্দ্রভবনের ভিজিটর বুকে নিজের মতামতও লিখে দেন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। বিশ্বভারতীর অন্যতম কলাভবনও ঘুরে দেখেন তিনি।